• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাঝে মাঝে অভিনয় করতে হয় বললেন মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক জুন ১৭, ২০১৯, ০১:২৬ এএম
মাঝে মাঝে অভিনয় করতে হয় বললেন মাশরাফি

ছবি সংগৃহীত

ঢাকা: অনেক সময় ক্রিকেটারদের ‘অভিনয়’ করতে হয়। কোনো ক্রিকেটার চোট পেলে সেটা চেপে যেতে হয়। কারণ এটা প্রকাশ পেলে দলের মনোসংযোগে চিড় ধরতে পারে। আবার ড্রেসিংরুমে অপ্রীতিকর ঘটনা ঘটলেও মুখে কুলুপ আঁটতে হয়। এসবই করা হয় দলের ভালোর স্বার্থে। 

মাশরাফি বিন মুর্তজা রোববার সংবাদ সম্মেলনে এই অভিনয়ের কথাটাই বললেন। এবং অবশ্যই ইতিবাচক অর্থে। টানা তিন ম্যাচ জয়হীন বাংলাদেশ জয়ের দেখা পেতে শারীরিক ও মনস্তাত্ত্বিকভাবে কতটা আত্মবিশ্বাসী বোঝাতে মাশরাফি এক চরম বাস্তবতাই তুলে ধরলেন, ‘শারীরিকভাবে সবাই ফিট আছে। ছোট খাট সমস্যা তো থাকবেই। তবে আশা করছি এ ম্যাচের জন্য সবাই ঠিকঠাকই আছে। আর মানসিক ব্যাপারটা একেক জনের একক রকম। অনেক সময় খারাপ থাকলেও অভিনয় করতে হয়। ক্রিকেটটা এ রকমই। দলের ভালোর জন্যই অভিনয়টা করতে হয়।’

অধিনায়ক হিসেবে মাশরাফি চেষ্টার ত্রুটি রাখছেন না। দলের সবাইকে উজ্জীবিত করতে সর্বোচ্চটাই করছেন। মাশরাফি মনে করেন, একটা জয় দৃশ্যটা বদলে দেবে, ‘বিশ্বকাপে ভালো করতে হলে সেটা একজন-দুজনের পক্ষে সম্ভব নয়। এটা শুধু একজন-দুজনের দায়িত্বও নয়। আবার যার খারাপ যাচ্ছে তারও এটা চিন্তা করা উচিত নয় যে বিশ্বকাপে তাকে একাই দলকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। বিশ্বকাপজয়ী দলেও দেখবেন সবাই এক রকম খেলতে পারে না। তবে যত দূর সম্ভব দলের কীসে ভালো হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একজন অধিনায়ক হিসেবে আমি সেটা চেষ্টা করেছি। দলের সবাই ঠিক আছে। একটা জয় হয়তো দলকে আরও অনুপ্রাণিত করবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!