• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাঠে জামায়াতের অর্ধশতাধিক প্রার্থী, সিগন্যাল থাকবে ২০ দলের


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০১৮, ০১:৪৬ পিএম
মাঠে জামায়াতের অর্ধশতাধিক প্রার্থী, সিগন্যাল থাকবে ২০ দলের

ঢাকা : চারদিকে এখন নির্বাচনী আমেজ। সব দল অংশ নিচ্ছে ভোটে। নিবন্ধন এবং প্রতীক হারালেও বসে নেই জামায়াত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্ধশতাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ২০-দলীয় জোটের এ শরিক।

এরই মধ্যে বেশ কয়েকজন প্রার্থী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা এবার ভোটের মাঠে লড়বেন স্বতন্ত্র হিসেবে।

এদিকে ২০ দলের অন্যতম শরিক জামায়াতের সমর্থনে স্বতন্ত্র নির্বাচন করলেও জোটের প্রার্থী হিসেবেই পরোক্ষ সিগন্যাল থাকবে। জোটের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত না হলেও সম্ভাব্য ও প্রত্যাশিত আসনে প্রার্থী দিতে যাচ্ছে জামায়াত। ইতোমধ্যে বিভিন্ন আসনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন জামায়াত সমর্থিত সম্ভাব্য প্রার্থীরা।

অর্ধশত আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান তারা হলেন- মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪, আলী আলম সিরাজগঞ্জ-৫, মতিউর রহমান নিজামীর ছেলে ডা. নাজিব মোমেন পাবনা-১, এমএ হাকিম ঠাকুরগাঁও-২, মোহাম্মদ হানিফ দিনাজপুর-১, আনোয়ারুল ইসলাম দিনাজপুর-৬, মনিরুজ্জামান মন্টু নীলফামারী-২, আজিজুল ইসলাম নীলফামারী-৩, হাবিবুর রহমান লালমনিরহাট-১, শাহ হাফিজুর রহমান রংপুর-৫, নূর আলম মুকুল কুড়িগ্রাম-৪, নজরুল ইসলাম লেবু গাইবান্ধা-৩, আবদুর রহিম সরকার গাইবান্ধা-৪, নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ-২, মো. লতিফুর রহমান চাঁপাইনবাবগঞ্জ-৩, মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল শেরপুর-১, অধ্যাপক জসিমউদ্দিন ময়মনসিংহ-৬, ফরীদউদ্দিন সিলেট-৫, মাওলানা হাবিবুর রহমান সিলেট-৬, ছমিরউদ্দিন মেহেরপুর-১, মুহাম্মদ হাবিবুর রহমান চুয়াডাঙ্গা-২, মতিয়ার রহমান ঝিনাইদহ-৩, আজিজুর রহমান যশোর-১, আবু সাইদ মুহাম্মদ সাদাত হোসাইন যশোর-২, আবদুল ওয়াদুদ বাগেরহাট-৩, শহীদুল ইসলাম বাগেরহাট-৪, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী পিরোজপুর-১, শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী-২, মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫, আবুল কালাম আজাদ খুলনা-৬, ইজ্জতউল্লাহ সাতক্ষীরা-১, আবদুল খালেক মণ্ডল সাতক্ষীরা-২, মুফতি রবিউল বাশার সাতক্ষীরা-৩, গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের কুমিল্লা-১১, শামসুল ইসলাম চট্টগ্রাম-১৫, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-১০, জহিরুল ইসলাম চট্টগ্রাম-১৬, অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম-১, অধ্যক্ষ নুরুল আমিন চট্টগ্রাম-২, হামিদুর রহমান আযাদ কক্সবাজার-২ ও শাহজালাল চৌধুরী কক্সবাজার-৪।

এর বাইরে রাজশাহী-৩, গাইবান্ধা-১, পাবনা-৫ আসনে নির্বাচন করবে জামায়াত। এ ছাড়া আরো কয়েকটি আসনে লড়তে চায় ২০-দলীয় জোটের শরিক জামায়াত।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!