• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাতাল আকাশ বৃষ্টি দিবে


মো:গোলাম মোস্তফা (দুঃখু ) জুন ২০, ২০১৮, ১২:৪৩ পিএম
মাতাল আকাশ বৃষ্টি দিবে

বৃষ্টি আসে তার মতো করে,
তোমার আসার ইচ্ছে হয় না বুঝি ।
মেঘলা আকাশ তোমার মনের কথা বলতো ,
বৃষ্টির পানি তোমার খুশির বার্তা দিতো ।

তুমি আজ নেই !
তবে মেঘলা আকাশ ,
বৃষ্টির পানি আছে তোমার অপেক্ষায় ।

সময় চলে যায় ,
অপেক্ষার সময় আর শেষ হয় না ।

বৃষ্টির রিমঝিম শব্দ ,
তোমার গানের কথা বলে দেয় ।

আমি যখন থাকবো না,
ক্ষমা করিও আমায় ।
চোখের পাতায় আমার নামটি রেখো ,
যদি কষ্ট না হয় ।

তোমার বুকে আমার ,
কবর দেওয়ার জন্য একটু জায়গা রেখো।

তোমার শূন্যতা কষ্টের পাহাড়!
এমন কেন হলো।
চলেই যদি যাবে,
বাঁচার স্বপ্ন কেন দেখিয়েছিলে ।

পাগল আমি!
তোমাকে না পাওয়ার জন্য,
মাতাল আমার মন ।

একবার বলো তুমি আছো,
কথা দিলাম বাঁচার স্বপ্ন দেখবো।

ফিরে যাবো তোমার মনের আকাশে,
থাকবে না কোন কল্পনা ।

মাতাল আকাশ বৃষ্টি দিবে,
মনের মাতাল কি করেবে ।
মন পাখি তো হারিয়েছে,
বহু বছর আগে ।

বৃষ্টির সাথে ফিরে আসে ,
আমার মনের ঠিকানা ।

কথা বলে না অভিমানী পাখি!
চুপ করে থাকে মনের মাঝে ।

কত বার বলেছি,
চুপ কেন তুমি বলবে তুমি আমায়!

বৃষ্টি থেমে গেলো,
পাখি আবার চলে গেলো।
এত কষ্ট দিয়ে,
মিষ্টি পাখি কি সুখ পায় ।

মজা নেয় আমার সাথে,
বৃষ্টি পাগল বলে ।
আমার আছে কষ্টের বাগান,
তোমরা কি করে জানবে ।

সবাই মাতাল কাজের জন্য!
আমি মাতাল তোমার,
তোমার সুখের খবর শুনার জন্য ।

কিছু দিন হলো,
বৃষ্টি মামা রোগ হয়েছে বলে।
মেঘলা আকাশ খবর দিয়েছে,
এমন চিঠি লিখে ।

আমার বড় ভয় করছে!
তুমি ভালো আছো তো।

তোমার মেঘলা আকাশ ভালো নেই!
গানের সুরের শব্দ,
বৃষ্টি মামা সেও ভালো নেই ।

কখনো বৃষ্টি হয়,
আবার কখনো অভিমানী!
না আসার ছলনা ।

লেখক:বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট  সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম।

Wordbridge School
Link copied!