• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদক নিয়ে আলোচনার কথা স্বীকার করলেন দীপিকা


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২৬, ২০২০, ০৩:৩০ পিএম
মাদক নিয়ে আলোচনার কথা স্বীকার করলেন দীপিকা

ঢাকা : ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে দীপিকা পাড়ুকোনের মাদক চ্যাট ভুয়া নয়। এ কথা নিজের মুখে স্বীকার করলেন বলিউডের এক নম্বর নায়িকা। তবে মাদক গ্রহণ নিয়ে ছড়ানো তথ্য ভুল বলে জানান তিনি।

হোয়াটসঅ্যাপের সেই গ্রুপে মাদক নিয়ে ‘ডি’ ও ‘কে’র যে কথোপকথন হয়েছিল তা আদপে দীপিকা (ডি) এবং কারিশমারই (কে) চ্যাট।

জেরায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সূত্রের বরাত দিয়ে এ সব খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এনসিবির জেরায় কাছে দীপিকা এও জানান, মাদক নিয়ে আলোচনা করলেও নিজে মাদক নেননি কোনো দিন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর নাগাদ দীপিকা ও কারিশমাকে মুখোমুখি বসিয়ে জেরা শুরু করে এনসিবি।    

সুশান্ত সিং রাজপুতের হত্যার তদন্তে যে মাদক যোগ ধরা পড়ে, তাতে দীপিকার নামও উঠে এসেছে। তার জন্য তাকে সমন পাঠায় সংস্থাটি।

দীপিকাকে কোলাবা অ্যাপোলো বন্দরের এভলিন গেস্ট হাউসে জেরা করা হচ্ছে।

শনিবার সকালে সেখানে পৌঁছে যান তিনি। তবে স্বামী রণবীর সিংকে সঙ্গে দেখা যায়নি। যদিও অভিনেতা বলেছিলেন, স্ত্রীর জেরার সময় পাশে থাকতে চান।

একই মামলায় শনিবার এনসিবির দপ্তরে হাজিরা দিয়েছেন অভিনেত্রী সারা আলী খান ও শ্রদ্ধা কাপুর।

গুঞ্জন উঠেছে, মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা। এনসিবির জিজ্ঞাসাবাদে দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ এমনটাই জানিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

শুক্রবার এনসিবির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কারিশমা। জেরার মুখে তিনি দীপিকার অ্যাডমিন থাকার কথা স্বীকার করে নেন। প্রসঙ্গত, দীপিকার ম্যানেজার হওয়ার পাশাপাশি তিনি একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্মীও ছিলেন।

সূত্রের খবর, মাদক সংক্রান্ত তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, তাতে ছিলেন কারিশমা, জয়া সাহা ও দীপিকা। আর এই গ্রুপের অ্যাডমিন ছিলেন ‘পদ্মাবত’ নায়িকা। তবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাদক সংক্রান্ত চ্যাটগুলো ছিল ২০১৭ সালের।

কিছুদিন আগে দীপিকার সঙ্গে কারিশমার চ্যাট প্রকাশ্যে আসে। যেখানে দীপিকাকে ‘হাশ’ (মাদক) আছে কিনা জিজ্ঞাসা করতে দেখা গিয়েছে। উত্তরে কারিশমা জানিয়েছেন— তার বাড়িতে আছে, তবে তিনি এই মুহূর্তে বান্দ্রায় রয়েছেন, চাইলে অমিতকে এনে দিতে বলতে পারেন। কারিশমার কথার জবাবে দীপিকা সম্মতি জানান। পাশাপাশি, জয়ার সঙ্গে শ্রদ্ধা কাপুরের যে চ্যাট প্রকাশ্যে এসেছে, তাতে শ্রদ্ধাকে সিবিডি অয়েল চাইতে দেখা গিয়েছে।

শুক্রবার কারিশমা ছাড়াও এনসিবির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিনেত্রী রাকুল প্রীত সিং। ২০১৮ সালে মাদক সংক্রান্ত বিষয়ে সুশান্তর প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে কথাবার্তার বিষয়টি স্বীকার করে নিয়েছেন তিনি। সে কথাবার্তা রাকুলের বাড়িতেই হয়েছিল। তবে তিনি নিজে কখনো মাদক সেবন করেননি বলেই এনসিবিকে জানিয়েছেন।

তবে এখনো কোনো নায়িকার বিরুদ্ধে মামলা হয়নি। প্রয়োজন হলে তাদের আবার পরে ডাকা হতে পারে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!