• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘মাদক ব্যবসায় পুলিশ, ভাবমূর্তি ক্ষুন্ন’


মানিকগঞ্জ প্রতিনিধি মে ১৩, ২০১৬, ১০:৫১ পিএম
‘মাদক ব্যবসায় পুলিশ, ভাবমূর্তি ক্ষুন্ন’

মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকায় পুলিশের ভাবমূর্তি ‘ক্ষুন্ন হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ লাইনে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি আরও বলেন, ‘এসব সদস্যদের জন্য পুলিশের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে।’

এ সময় তিনি পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থান নেওয়ার নির্দেশ দেন।

পুলিশ প্র্রধান আরও বলেন, ‘দেশে বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে জঙ্গি গ্রুপের তৎপরতা, মানুষ হত্যা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসবের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে সচেষ্ট থাকতে হবে।’

মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান বক্তব্য দেন।

এর আগে আইজিপি তিনি সোয়া চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!