• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘মাদার অব অল বোম্বস’ বানাল চীন


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৫, ২০১৯, ১০:৩৫ পিএম
‘মাদার অব অল বোম্বস’ বানাল চীন

ঢাকা: চীনের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ করপোরেশন লিমিটেড (নরিনকো) প্রথমবারের মতো একটি বিশাল বোমার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। চীনের গণমাধ্যম এর নাম দিয়েছে ‘মাদার অব অল বোম্বস’।

শনিবার (৫ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে চীনা দৈনিক গ্লোবাল টাইমসের বরাত দিয়ে এই তথ্য জানায় ইরানের গণমাধ্যম পার্সটুডে।

গণমাধ্যমটি জানায়, প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে যে চীনের এইচ-৬কে বোমারু বিমান থেকে ছয় মিটার লম্বা একটি বোমা উন্মুক্ত সমতল ভূমিতে ফেলা হচ্ছে। বোমাটি মাটিতে পড়ার পরপরই ব্যাপক বিস্ফোরণ হয় এবং সেখান ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়তে দেখা যায়।

বলা হচ্ছে, এটা চীনের পরমাণু বোমার বাইরে সবচেয়ে শক্তিশালী বোমা। সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে চীনা দৈনিকটি বলেছে, এই বোমা মোতায়েন করা হলে শত্রু-শিবিরে ভীতি ছড়িয়ে পড়বে।

সামরিক বিশ্লেষক উইয়ি ডংশু বলেন, এই বোমার ব্যাপক বিস্ফোরণে শত্রু পক্ষের সামরিক স্থাপনা, দুর্গ এবং ডিফেন্স শেল্টারসহ সুরক্ষিত সবকিছু সহজেই ধ্বংস হয়ে যাবে। সূত্র: পার্সটুডে

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!