• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদুরোর আলোচনার প্রস্তাবে গুইদোর ‘না’


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৭, ২০১৯, ১২:২২ পিএম
মাদুরোর আলোচনার প্রস্তাবে গুইদোর ‘না’

ঢাকা : ভেনেজুয়েলায় সরকার ও বিরোধী দলের মধ্যকার চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোর।

বিবিসি খবরে বলা হয়েছে, শুক্রবার ইউনাইটেড সোশালিস্ট পার্টির প্রধান মাদুরো জানান, তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ‘কথা বলতে প্রস্তুত’।

তাৎক্ষণিকভাবে গুইদো এ আহ্বান প্রত্যাখ্যান করে বলেন, তিনি ‘নকল সংলাপে’ অংশ নেবেন না।

বুধবার এ বিরোধীদলীয় নেতা নিজেকে ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করার পরপরই দেশটিতে ক্ষমতার দ্বন্দ্ব নতুন মাত্রা পায়।

গুইদো নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও দক্ষিণ আমেরিকার অনেক দেশ তাতে সমর্থন জানায়। এর প্রতিক্রিয়ায় মাদুরো তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন।

মার্কিন কূটনীতিকদের ভেনেজুয়েলা ছাড়তে ৭২ ঘণ্টা সময়ও বেঁধে দেন তিনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে তার দেশের দূতাবাস ও সকল কনসুলেট বন্ধের নির্দেশ দেন। এ নিয়ে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক শঙ্কটের মুখে পড়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!