• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদ্রাসা ছাত্রের মুক্তির দাবিতে মানববন্ধন


বাগেরহাট প্রতিনিধি সেপ্টেম্বর ১৭, ২০২০, ০৪:০১ পিএম
মাদ্রাসা ছাত্রের মুক্তির দাবিতে মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে মাদ্রাসা ছাত্র সাব্বির শেখ (১৪) বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিশানবাড়িয়া ইউনিয়নের হোগলপাতি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ইমাম মো. জসিম শেখ, মোতালেব শেখ, আ. জলিল শেখ, মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

বক্তরা বলেন, দিনমজুর আবুল কালাম শেখের ছেলে সাব্বির শেখ পারিবারিক দ্বন্ধ ও স্থানীয় ষড়যন্ত্রের শিকার। তারা বিষয়টি পুনঃতদন্ত পূর্বক সাব্বিরের মুক্তির দাবি জানায়। 

চলতি বছরের ৬ ফেব্রয়ারি হোগলপাতি গ্রামের মৃত. ইসমাইল শেখের স্ত্রী সুরভী বেগম বাদী হয়ে তার বিবাহিত কন্যা (২১) কে ধর্ষণের অভিযোগে হামেজিয়া দাখিল মাদ্রাসার ছাত্র সাব্বির শেখের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ মামলায় আটক সাব্বির দীর্ঘ ৭ মাস যাবৎ যশোর শিশু পুর্নবাসন কেন্দ্রে সেফ হাজতে রয়েছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজল রঞ্জন ঘোষ বলেন, ডিএনএ রিপোর্ট না পাওয়ায় চার্জশীট প্রক্রিয়াধীন রয়েছে। তবে শিঘ্রই রির্পোট আসবে বলে ধারণা করা হচ্ছে। 

সোনালীনিউজ/আরআই/এসআই

Wordbridge School
Link copied!