• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানবপাচারের মামলায় জামিন পেলেন সানজিদা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৫, ২০২০, ০১:১৪ পিএম
মানবপাচারের মামলায় জামিন পেলেন সানজিদা

ঢাকা : লিবিয়ায় মানবপাচারের পর ২৬ জন মারা যাওয়ার মামলায় মোছাম্মৎ সানজিদাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সানজিদার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মানবপাচারের অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় তিনি জামিন পেলেন।

গত ২৮ মে লিবিয়ার ত্রিপলিতে সন্ত্রাসীদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত হন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন এলাকা থেকে মানবপাচারকারী ও বিদেশে অবৈধ উপায়ে শ্রমিক পাঠানো দালালদের গ্রেফতার করে। ওই ঘটনার পর এ পর্যন্ত বিভিন্ন থানায় মানবপাচারের অভিযোগে ২২টি মামলা দায়ের করেছে পুলিশ।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!