• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই


ঠাকুরগাঁও প্রতিনিধি মার্চ ২৯, ২০১৮, ০৪:০৫ পিএম
মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। বাংলাদেশে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন হয়েছে। নৌকায় ভোট দিয়ে আমরা দেশের স্বাধীনতা পেয়েছি, দেশের উন্নয়ন পেয়েছি।

বৃহস্পতিবার (২৯ মার্চ) ঠাকুরগাঁও সফরে গিয়ে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে বাংলাদেশ পাঁচ-পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশের টাকা তারা বিদেশে পাচার করেছে। বাংলাদের আর একটি মানুষও না খেয়ে ক্ষুধার্ত, গৃহহারা থাকবে না। আমরা ক্ষমতায় এসে দারিদ্রের হার কমিয়ে এনেছি। আশাকরি আবার ক্ষমতায় আসলে দারিদ্রমুক্ত বাংলাদেশে গড়বো।

এসময় তিনি সকলের কাছে নৌকা মার্কায় ভোটের প্রতিশ্রুতি নিতে গিয়ে বলেন, সকলে ওয়াদা করুন আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন। জনসভায় উপস্থিত জনতার কাছ থেকে তিনি নৌকায় ভোটের জন্য ওয়াদা নেন।

এ ছাড়া তিনি ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!