• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী


গোপালগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ২৪, ২০২০, ০৮:০৮ পিএম
মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ : বঙ্গবন্ধুর নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মনে করি আজকে যে প্রবৃদ্ধি অর্জন করেছি অর্থনৈতিকভাবে এবং সেই সব অর্জনের সুফল একেবারে তৃণমূল পর্যায়ের গ্রামের মানুষ যেন পায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা-কর্মীকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে চলতে হবে।

তিনি বলেন, এই বাংলাদেশকে আমরা জাতির পিতার ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব এটাই আমাদের লক্ষ্য।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়াস্থ বাসভবনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় সভাপতির বক্তব্যদান কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমাদের মূল লক্ষ্য। আমরা সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি এবং এই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাবে। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।

তিনি বলেন, আমরা মনে করি আজকে আমরা যে প্রবৃদ্ধি অর্জন করেছি, অর্থনৈতিক ভাবে যে শক্ত অবস্থানে আছি। আমরা সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। আমাদের সকল অর্জন তৃণমূল মানুষ যেন পায়, গ্রামের মানুষ যেন পায়। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

সভা শেষে প্রধানমন্ত্রী বিকেল পৌনে ৪টায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!