• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘মান্নার পর শাকিব খান অভিনয় করছে, অপু বিশ্বাসকে চিনি’


বিনোদন ডেস্ক, এপ্রিল ২৩, ২০১৯, ০৯:৫৪ পিএম
‘মান্নার পর শাকিব খান অভিনয় করছে, অপু বিশ্বাসকে চিনি’

ছবি সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের চলচ্চিত্রে তিনি একজন বরেণ্য অভিনেত্রী। চলচ্চিত্রে শবনম যাত্রা শুরু করেন সেই ১৯৫৮ সালে। এর পর দেড়’শ ছবিতে অভিনয় করেন। ষাট বা সত্তরের দশকে যারা হলে গিয়ে ছবি দেখতেন তাদের কাছে শবনম অতি পরিচিত এক নাম। কিন্তু এখনকার প্রজন্মের কাছে এই নামটি হারিয়ে যেতে বসেছে। শবনম সবশেষ ছবিটি করেছেন প্রায় ১৫ বছর আগে। কাজী হায়াৎ-এর ‘আম্মাজান’ করার পর আর নতুন কোনও চলচ্চিত্রে অভিনয় করেননি।

‘আম্মাজান’-চলচ্চিত্রটি শবনমকে নতুন করে পরিচিতি এনে দেয়। কিন্তু তারপর এত বছরেও কেন তিনি আর নতুন কোনও ছবিতে অভিনয় করলেন না সেটি বিরাট এক প্রশ্নই বটে। এসব নিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন দেশের একটি প্রথম সারির দৈনিকে।

সেখানে শবনমের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি চলচ্চিত্রশিল্পের বর্তমান অবস্থা সম্পর্কে জানেন কী না? উত্তরে এই গুনি অভিনেত্রী নিজের ভেতরে জমানো কথাগুলো উগরে দিলেন এভাবে,‘ এটা কিসের ইন্ডাস্ট্রি! এটাকে কীভাবে ইন্ডাস্ট্রি বলি আমরা? ইন্ডাস্ট্রি নিয়ে কিছু বলতে হয় বা লিখতে হলে তো আসবে এহতেশাম, মুস্তাফিজ, সুভাষ দত্ত, জহির রায়হান, খান আতাউর রহমান, রহমান, এ জব্বার খান, শবনম, সুচন্দা, কবরী, ববিতা, রাজ্জাক, আলমগীর-প্রথম দিকে যাঁরা চলচ্চিত্রে এসেছিলেন, তাঁদের নাম নিতে হবে। এখন তো তাঁদের কেউ কোনো সম্মান করে না। কাকে আমার গল্প শোনাবেন! কী যে হচ্ছে, কিছুই বুঝছি না।’

এখন আর চলচ্চিত্রের খোঁজখবরও রাখেন না শবনম। এই যে নতুন নতুন এত নায়িকা তাদের কাজ কী দেখা হয়? শবনম বলে গেলেন, ‘এখন কারা কাজ করছে, তাও তো জানি না। আগের মতো ‘চিত্রালি’ পত্রিকা নেই, সিনেমার খবরও রাখি না। সত্যি বলতে, কে আসছে, কে যাচ্ছে, কোন ছবিটা হিট হচ্ছে, কোনটা ফ্লপ-এখন আর এসব খবর জানা যায় না। তাই এসবের কিছুই জানি না।’

গত এক দশকেরও বেশি সময় ধরে দাপিয়ে অভিনয় করছেন শাকিব খান। শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গেও দারুন জনপ্রিয় তিনি। শবনম বললেন,‘ মান্নার পর এখন শাকিব খান ছবি করছে। অপু বিশ্বাসকে চিনি। শাকিব খান আর অপু জুটি হয়ে অনেক ভালো ছবি করেছে। এরপর আর কে বা কারা আসছে, জানি না। টেলিভিশনে শাকিবের সিনেমা দেখি, সিনেমার গান শুনি। এভাবেই আরেকটু জানা। শাকিব খান আর আমার একসঙ্গে কাজ করা হয়নি। একসঙ্গে কাজ হলে হয়তো অনেক কিছু জানা হতো। শুধু জানি, সে অনেক দিন ধরে সিনেমায় কাজ করছে।’

‘আম্মাজান’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর হইচই পরে যায়। এই ছবিটি দিয়ে ষাটের দশকের এই অভিনেত্রীকে নতুন করে চেনে সবাই। মান্নার ‘আম্মাজান’ ছবিটি সুপারডুপার হিট হয়েছিল। এর পর ধারণা করা হয়েছিল আরও ছবিতে অভিনয় করবেন শবনম। কিন্তু গত দেড় দশকে আর একটি ছবিতেও তাঁর অভিনয় করা হয়নি।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!