• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মামলা থেকে বাঁচতে হেলমেটের বদলে প্লাস্টিকের বাটি!


ফেসবুকে থেকে ডেস্ক জুন ২০, ২০১৯, ০৯:২৯ পিএম
মামলা থেকে বাঁচতে হেলমেটের বদলে প্লাস্টিকের বাটি!

ঢাকা: মূলত কোন বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে মোটরসাইকেল আরোহীরা হেলমেট ব্যবহার করে থাকে। কিন্তু এবার দেখা গেল ভিন্ন চিত্র।

এবার মামলা থেকে ‘রেহাই পেতে’ ঢাকার রাস্তায় এক আরোহীকে প্লাস্টিকের বাটি মাথায় দেখা গেছে।

এমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি পোস্ট করেছেন আনাম আবরার নামের এক তরুণ। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মাথায় যদি থাকে গামলা, দিতে পারবে না কোনো মামলা’।

এ ছবির বিষয়ে আনাম আবরারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ওই ব্যক্তিকে চিনি না। আমার মনে হয়েছে তিনি মামলা থেকে বাঁচতেই প্লাস্টিকের বাটি মাথায় দিয়েছেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!