• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মার্ক জাকারবার্গ কত সম্পদ নিয়ে বিশ্বের তৃতীয় ধনী


নিউজ ডেস্ক আগস্ট ৮, ২০২০, ০৯:৪১ এএম
মার্ক জাকারবার্গ কত সম্পদ নিয়ে বিশ্বের তৃতীয় ধনী

ঢাকা : ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তিনি হয়ে উঠেছেন একজন ‘সেন্টিবিলিয়নার’। এতে তিনি বিশ্বের তৃতীয়তম ধনী ব্যক্তি হলেন।

আমাজনের সিইও জেফ বেজস ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের পর তৃতীয় ব্যক্তি হিসেবে মার্ক জাকারবার্গ যোগ দিয়েছেন ১০ হাজার কোটি বা ১০০ বিলিয়ন ডলার ক্লাবে। বর্তমান বিশ্বে কেবলমাত্র এ তিনজনের সম্পদের পরিমাণই ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

সিএনএন জানায়, চীনা ভিডিও শেয়ারিং সাইট টিকটককে টক্কর দিতে সম্প্রতি ফেসবুকের মালিকানাধীন যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ‘রিলস’ নামে নতুন সেবা যোগ করা হয়েছে। এতেই ফেসবুকের শেয়ারের দাম এক লাফে সাড়ে ছয় শতাংশ বেড়ে যায়। ফেসবুকের মালিকানায় ১৩ শতাংশ শেয়ার থাকা জাকারবার্গের সম্পদও এতে বৃদ্ধি পায়।

মার্ক জাকারবার্গ চলতি বছরে এরই মধ্যে আয় করেছেন প্রায় দুই হাজার ২০০ কোটি ডলার। অন্যদিকে জেফ বেজস আয় করেছেন সাত হাজার ৫০০ কোটি ডলারেরও বেশি।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!