• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২২৯০ কোটি টাকার অস্ত্র কিনছে ভারত


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০২০, ০১:১৯ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২২৯০ কোটি টাকার অস্ত্র কিনছে ভারত

ঢাকা : চীনের সঙ্গে লাদাখ উত্তেজনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল টাকার অস্ত্র কেনায় ছাড়পত্র দিল ভারতের কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিলের বৈঠকে ওইসব অস্ত্র কেনার সবুজ সংকেত মেলে।

সংবাদসংস্থা সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মোট ২২৯০ কোটি টাকার অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনবে ভারত। এর মধ্যে রয়েছে ৭২,০০০ Sig Sauer অ্যাসল্ট রাইফেল। সেনার ইনসাস রাইফেলের জায়গা নেবে আধুনিক এই অ্যাসল্ট রাইফেল। এনিয়ে অনেক আগে থেকে প্রস্তাব করেছিল সেনা।

রাইফেল ছাড়াও স্মার্ট অ্যান্টি-এয়ার ফিল্ড ইউপেন সিস্টেম কেনারও ছাড়পত্র দিয়েছে ডিএসি। ওই অস্ত্র কেনা হচ্ছে বায়ুসেনা ও নৌসেনার জন্য। এর জন্য খরচ হবে ৯৭০ কোটি টাকা।

ভারতীয় সেনার ফ্রন্টলাইন ট্রুপের জন্য যে Sig Sauer অ্যাসল্ট রাইফেল কেনা হচ্ছে তার জন্য খরচ হবে ৭৮০ কোটি টাকা। এছাড়াও ভারতীয় সেনার হাতে আসছে স্ট্য়াটিক এইচএফ রোডিও সেট। যে কোনও পরিস্থিতিতে যোগাযোগ রাখতে সাহায্য করবে এই রেডিও সেট। এর জন্য খরচ হবে ৫৪০ কোটি টাকা। ওই সেট ব্যবহার করবে সেনা ও বায়ুসেনা। জিনিউজ।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!