• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিনিদের মোবাইলে মিসাইল আক্রমণের বার্তা!


আন্তর্জাতিক ডেস্ক    জানুয়ারি ১৪, ২০১৮, ১০:০৯ এএম
মার্কিনিদের মোবাইলে মিসাইল আক্রমণের বার্তা!

ঢাকা: যুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশে জনগণের মোবাইলে ব্যালিস্টিক মিসাইল আক্রমণের সতর্কবার্তা পাঠানো হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৩ জানুয়ারি) সতর্কবার্তাটি পাওয়ার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ‘ভুল’ শিকার করে এর জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন প্রদেশটির গভর্নর ডেভিড ইগ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বার্তাটিতে লেখা ছিল, ‘হাওয়াই প্রদেশে ব্যালিস্টিক মিসাইল আক্রমনের শিকার হতে পারে। দ্রুত নিরাপদ আশ্রয়ে যান। এটা কোনো মহড়া নয়।’

হাওয়াইয়ের গভর্নর ডেভিড ইগ বলেছেন, ‘শিফট পরিবর্তনের সময় তার সহকর্মীরা ভুল বাটন চেপে ওই সতর্কবার্তাটি পাঠিয়েছে।’

বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে এর জন্যে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন হাওয়াইর গভর্নর। তবে মার্কিন প্রশাসন বলছে, তার এর পূর্ণ তদন্ত করবে।

এটা এমন সময় ঘটলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়া ‘শীতল যুদ্ধ’ চলছে। এরই মধ্যে দেশটি ঘোষণা দিয়েছে, তাদের কাছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!