• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় আইএসের সন্দেহভাজন ১৫ সদস্য আটক


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০১৬, ০২:৪৫ পিএম
মালয়েশিয়ায় আইএসের সন্দেহভাজন ১৫ সদস্য আটক

সোনালীনিউজ ডেস্ক

ইসলামিক স্টেট আইএস'র সদস্য সন্দেহে মালয়েশিয়ায় ১৫ ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, আটককৃতরা দেশটির বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল এবং বোমা তৈরির জন্য রাসায়নিক উপাদান সংগ্রহের চেষ্টা করছিল। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত মঙ্গলবারের ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আটকের এ ঘটনা ঘটলো। আইএস ব্রাসেলসে হামলার দায় স্বীকার করেছে। খবর পিটিআই'র

মালয়েশিয়ার জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর গতকাল এক বিবৃতিতে জানান, আটক ১৫ ব্যক্তির মধ্যে চারজন নারী, একজন পুলিশ কর্মকর্তা, একজন উড়োজাহাজ টেকনিশিয়ান, একজন মসজিদের ইমাম ও একজন শিক্ষার্থী রয়েছে। রাজধানী কুয়ালালামপুর ও অন্যান্য ৬টি রাজ্যে অভিযান চালিয়ে মঙ্গলবার থেকে গত তিনদিনে তাদের আটক করা হয়।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!