• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়াকে নকল করতে চায় পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২২, ২০১৮, ১২:৩২ পিএম
মালয়েশিয়াকে নকল করতে চায় পাকিস্তান

ঢাকা : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ মালয়েশিয়ার উন্নয়নের মডেল হবহু নকল করতে চায়। মালয়েশিয়ার সমৃদ্ধি ও উন্নয়নের বিষয়ে দেশটির নেতাদের কাছ থেকে শিখতেও চায় ইসলামাবাদ।

বুধবার (২১ নভেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুদিনের সফরে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমরান খান এসব কথা বলেন। এসময় তিনি পাকিস্তানের জাতীয় দিবসে ইসলামাবাদ সফর করার জন্য মাহাথির মুহাম্মাদকে আমন্ত্রন জানান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইমরান খানের দাওয়াত গ্রহণ করেন এবং তিনি মার্চে পাকিস্তান সফর করবেন বলে জানান। উল্লেখ্য, ২৩ মার্চ পাকিস্তানে জাতীয় দিবস উদযাপন করা হয়।

সুশাসনের জন্য মালয়েশিয়ার মডেলকে হবহু নকল করতে চান ইমরান খান। মাহাথির মুহাম্মাদের প্রশংসা করে তিনি আরো বলেন, মালয়েশিয়াকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছেন এবং মাথাপিছু আয় ও জিডিপি বাড়িয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!