• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে মৃত সংখ্যা বেড়ে ২১


কক্সবাজার প্রতিনিধি   ফেব্রুয়ারি ১৭, ২০২০, ১১:০৩ এএম
মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে মৃত সংখ্যা বেড়ে ২১

কক্সবাজার: সেন্টমার্টিনের অদূরে সাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় আরো দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাড়িয়েছে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিন কোস্টগার্ডের ১টি টহল দল পশ্চিম ব্রীজ এর পার্শ্বে পানিতে ভাসমান দুই মধ্যবয়সী পুরুষের লাশ উদ্ধার করে। 

উদ্ধারকৃত মৃতদেহ ২টি কোস্টগার্ডের হেলাল পিও (রাই) এর নেতৃত্ব মৃতদেহ ২টি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার জন্য নেওয়া হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি বিয়ে উদ্দেশে ট্রলারে করে দেড় শতাধিক যাত্রী নিয়ে মালয়েশিয়া যাচ্ছিল ওই ট্রলারটি। এতে যাত্রীদের অধিকাংশই ছিল রোহিঙ্গা তরুণী। ট্রলার ডুবির ঘটনার পর থেকে সাগরে উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ। এই পর্যন্ত ৭৩ জন জীবিত উদ্ধার করেছে তারা। উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে ১৫ জন তরুণী ও ৬ জন পুরুষ রয়েছে।

সোনালনিউজ/এমএস/এসআই/এএস

Wordbridge School
Link copied!