• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় শ্রমিকদের ‘বৈধ’ করা চ্যালেঞ্জ


কূটনৈতিক প্রতিবেদক ফেব্রুয়ারি ১, ২০১৮, ১২:১২ পিএম
মালয়েশিয়ায় শ্রমিকদের ‘বৈধ’ করা চ্যালেঞ্জ

ঢাকা : অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স (অর্থ) দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখছে। তাই রেমিট্যান্স বাড়ানোর জন্য সরকার নতুন নতুন শ্রমবাজারের সন্ধান করছে। এ মুহূর্তে মালয়েশিয়ায় থাকা ৮ লাখ অবৈধ বাংলাদেশি শ্রমিককে বৈধ করাই বর্তমান সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) আয়েজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ কর্মশালা হয়।

শাহরিয়ার আলম বলেন, সম্প্রতি অভিবাসীদের রেমিট্যান্স পাঠানোয় যে নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছিল তা কেটে গেছে। মালয়েশিয়ায় থাকা অবৈধ শ্রমিকদেরকে সরকার টু সরকার (জিটুজি) আলোচনার মাধ্যমে বৈধ করার সিদ্ধান্ত হয়েছে। প্রতিদিন দেশটির বাংলাদেশ হাইকমিশনে ১০ হাজারের বেশি আবেদন জমা পড়ছে। এসব আবেদন প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করাও বিরাট চ্যালেঞ্জ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার নিরাপদ ও ঝুঁকিমুক্ত অভিবাসনের পক্ষে কাজ করছে। আগামীতে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করলে কম খরচে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা হবে। এজন্য ভবিষ্যতে শুধুমাত্র সম্পূর্ণ দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া অভিবাসীদের দক্ষ করে তুলতে দেশব্যাপী ‘টেকনিক্যাল স্কুল’ তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এর ১০টির নির্মাণও শুরু হয়েছে। এই স্কুলের ধারণা সম্পূর্ণ নতুন। এগুলো প্রচলিত পলিটেকনিক বা ভোকেশনাল স্কুল নয়, বরং সাধারণ স্কুল-কলেজের মতোই পরিচালিত হবে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে বেতন কমে যাওয়া নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আরব আমিরাতে এখন ১০ লাখ বাংলাদেশি রয়েছেন। কিন্তু দেশটির শ্রমবাজার আসলে এতটা বড় নয়। এতে করে নিয়োগকারীরা সুযোগ নিচ্ছে। সরকার এজন্য বিকল্প হিসেবে নতুন নতুন শ্রমবাজারের সন্ধান করছে। ইতোমধ্যে হংকং বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে আগ্রহ দেখিয়েছে।

কর্মশালায় ঢাকাস্থ ফরাসি রাষ্ট্রদূত মেরি অ্যানিক বোডিন, রামরুর প্রতিষ্ঠাকালীন সভাপতি ড. তাসনিম সিদ্দীকি, গবেষক ড. অনন্ত নীলিম, ড. চৌধুরী রাশেদ শাহাবাব প্রমুখ বক্তব্য দেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!