• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাশরাফি বললেন আমরা হৃদয় নিংড়ে খেলেছি


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৯, ২০১৮, ১২:৩৭ পিএম
মাশরাফি বললেন আমরা হৃদয় নিংড়ে খেলেছি

ঢাকা: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরও একটি ফাইনাল দুঃখ যুক্ত হলো। ২০১২ এশিয়া কাপে গোটা বাংলাদেশকেই কাঁদিয়েছিল সাকিব-মুশফিকরা। এরপর ২০১৬ এশিয়া কাপে আবার হারল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল ভারত। ২০১৮ সালে এসেও এশিয়া কাপে হারের যন্ত্রণা পোহাতে হলো। এবারও প্রতিপক্ষ সেই ভারত।

এবারের এশিয়া কাপ বাংলাদেশের জন্য ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। তামিম ইকবাল উদ্বোধনী ম্যাচেই ছিটকে গেছেন। পাকিস্তান ম্যাচের আগে আঙুলের ব্যথা বাড়ায় দেশে ফিরে যান সাকিব আল হাসান। মুশফিকুর রহীম পুরো ফিট ছিলেন না। পাঁজরের ব্যথা নিয়ে খেলেছেন। মাশরাফির চোট তো নিত্যসঙ্গী। তিনি হাঁটুতে ব্যান্ডেজ নিয়ে সবসময়ই খেলছেন। তারওপর যোগ হয়েছিল বিরুদ্ধ কন্ডিশন, দুবাই-আবুধাবি, টানা খেলার ধকল বাংলাদেশকে বিধ্বস্ত করেছিল। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।  

ভারতের বিপক্ষে ফাইনালে শুরুটাও হয়েছিল দারুন। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ গুটিয়ে গেল ২২২ রানেই। ভারতকে জিততে শেষ বল অবধি অপেক্ষা করতে হয়েছে। এটাই বা কম কীসে! ফাইনাল হেরে পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফি বলে গেলেন, ‘আমরা হৃদয় দিয়ে খেলেছি। শেষ বল পর্যন্ত লড়েছি। আমরা এটাই চেয়েছি।’

ব্যাটিংয়ে যেমন ভুল হয়েছে, একইভাবে বোলিংয়েও হয়েছে। কিন্তু ২২২ রান নিয়ে বোলাররা যেভাবে লড়েছে এ জন্য তাদের প্রশংসা প্রাপ্য। মাশরাফি বলছেন,‘ এই টুর্নামেন্টে যদি আমাদের বোলারদের দিকে তাকান, বেশির ভাগ সময়েই ২৪০ করে আমরা জিতেছি। ব্যাটসম্যানদের কাছে আজ এটাই চেয়েছিলাম। শেষমেশ বোলাররা সত্যি অসাধারণ করেছে।’

বোলাররা অসাধারণ করলেও বাংলাদেশকে দ্বিধায় ভুগতে হয়েছে শেষ ওভারের বোলিং নিয়ে। ১২ বলে ভারতের দরকার ছিল ৯ রান। আক্রমণে মোস্তাফিজুর রহমানকে নিয়ে আসেন মাশরাফি। মোস্তাফিজ ৩ রান দিয়ে একটা উইকেটও পান। শেষ ওভারে যখন ভারতের দরকার ৬ রান, মাশরাফির হাতে আর কোনো ধারালো অস্ত্র নেই। হয় মাহমুদউল্লাহ না হলে সৌম্য সরকার- দুই খণ্ডকালীন বোলার দিয়ে আটকাতে হবে দুই যাদব-কেদার ও কুলদীপকে। মাহমুদউল্লাহ খারাপ করেননি। তবু শেষ পর্যন্ত পারা যায়নি ১ বলে ১ রানের সমীকরণ আটকাতে।

মোস্তাফিজকে কেন শেষ ওভারের জন্য রাখা হলো না? এমন প্রশ্নে মাশরাফির ব্যাখ্যা,‘ আমিও আলোচনা করেছি বিষয়টা নিয়ে। ভারত যেভাবে রান করছিল মোস্তাফিজকে ৪৯তম ওভারেই আনা দরকার ছিল। ওরা প্রায় প্রতি বলে রান করছিল। এই পর্যায়ে আমি স্পিনার আনতে চাইনি। ওরা আজ খুব একটা ভালো করেনি।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!