• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফিকে দেখলেই ‘নৌকা’ ‘নৌকা’ স্লোগান


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১০, ২০১৮, ০৪:২৯ পিএম
মাশরাফিকে দেখলেই ‘নৌকা’ ‘নৌকা’ স্লোগান

ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ানডে সিরিজ শুরুর আগে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। সেই ম্যাচে খেলার সময় ভক্ত-সমর্থকেরা মাশরাফিকে বল হাতে দেখলেই ‘নৌকা’ ‘নৌকা’ বলে স্লোগান দিয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। প্রথম ওয়ানডেতে অসাধারণ বোলিং করেছেন মাশরাফি। ১০ ওভারের কোটা পূর্ণ করে মাত্র ৩০ রান দিয়ে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট।

আগে সমর্থকেরা ‘মাশরাফি’ ‘মাশরাফি’ বলে চিৎকার করত এখন সেটা বদলে হয়েছে ‘নৌকা’ ‘নৌকা’। কারণটা আর কিছু নয় আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে এই প্রতিকেই মাশরাফি নড়াইল-২ আসন থেকে নির্বাচন করবেন। এই কারণেই সমর্থকেরা স্লোগান বদলে ফেলেছেন। গ্যালারিতে আবার কেউ কেউ লিখে এনেছেন ‘,  নড়াইলবাসী জেগে ওঠো, মাশরাফিকে ভোট দাও।’

১৮ বছর ধরে ক্রিকেট খেলে চলেছেন মাশরাফি। এই অভিজ্ঞতা তাঁর কাছেও একেবারে নতুন। গ্যালারি থেকে ভেসে আসা স্লোগান কিভাবে দেখেন মাশরাফি-এমন প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে। কিন্তু বিষয়টি এড়াতে গিয়ে তিনি শুধু এটুকু বললেন, ‘আমার দেখার তো কিছু নেই।’

এশিয়া কাপে চোটে পড়েছিলেন। খানিকটা চোট নিয়েই ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে খেলেছেন। কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ফিসফাঁস তখনই শুরু হয়ে গেল-তাহলে মাশরাফি কী ফুরিয়ে গেলেন? এর মধ্যে আবার রাজনীতিতে নাম লিখিয়ে সমালোচকদের সমালোচনা করার সুযোগ আরও করে দিলেন। কিন্তু চ্যাম্পিয়নরা যে সবসময়ই চ্যাম্পিয়ন সেটি প্রমাণ করতে বেশি সময় নিলেন না নড়াইল এক্সপ্রেস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরাও হলেন মাশরাফি। কথায় নয়, পারফরম্যান্স দিয়েই সমালোচকদের জবাব দিলেন।

কিন্তু মাশরাফি মনে করেন না এই পর্যায়ে এসে তাঁর কারও কাছে জবাব দেওয়ার কিছু আছে,‘ না, জবাবের কী আছে? জবাব দেওয়ার কিছু নেই। খারাপ হলেই কথা বলত। না, জবাব দেওয়ার কিছু নেই। ১৮ বছর ধরে খেলছি। এত সহজে মনোযোগ সরার কথা না। আমি আমার নিজেকে তো চিনি। এত সহজে মনোযোগ সরে যাওয়ার কথা নয়। গত কিছুদিনে নিজেই চেষ্টা করে যাচ্ছি-বলটা যেখানে করতে চাই, সেখানে করতে পারছি কি না। এটাতে মনোযোগ দিয়ে যাচ্ছি। জবাব দেওয়ার কিছু নেই।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!