• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাশরাফিদের মাঝে ৯৬’র শ্রীলঙ্কার ছায়া দেখছেন আমিনুল


ক্রীড়া প্রতিবেদক মে ২২, ২০১৯, ০৩:৫৩ পিএম
মাশরাফিদের মাঝে ৯৬’র শ্রীলঙ্কার ছায়া দেখছেন আমিনুল

ছবি সংগৃহীত

ঢাকা: ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কা ভালো দল ছিল। কিন্তু কেউ ভাবেননি এই দলটি বিশ্বকাপ জিতে তাক লাগিয়ে দিতে পারে। ওপেনিংয়ে সনাৎ জয়াসুরিয়া ও রুমেশ কালুভিতারানা শুরুতে আক্রমণ করতেন পরে মিডল অর্ডারে হাল ধরতেন অভিজ্ঞরা। এভাবে বিশ্বকাপ জিতে নিল শ্রীলঙ্কা। ক্রিকেটবোদ্ধাদের ধারণা সেবার মিথ্যা প্রমাণিত হয়েছিল।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল মাশরাফির দলের মধ্যে ১৯৯৬ বিশ্বকাপের ছায়া দেখতে পাচ্ছেন। বাংলাদেশ দলের খেলার ধরণই তাঁকে এ কথা মনে করাচ্ছে, ‘বাংলাদেশের এবারের বিশ্বকাপ দলটি অনেকটা ’৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার মতো। এই দলে শুরুতে ঝুঁকি নেওয়ার খেলোয়াড় আছে, তাদের সে সামর্থ্যও আছে। আবার পরে ধরে খেলার খেলোয়াড়ের সংখ্যাও কম নয়। নিজেদের মতো করে খেলতে পারলে এবারের বাংলাদেশ বিশ্বকাপে যেকোনো দলকেই ভড়কে দিতে পারে।’

আমিনুলের মতে বাংলাদেশের বোলিং ‘বৈচিত্র্যপূর্ণ’, ‘আমার কাছে মনে হয় এটি। আমাদের বোলিং বৈচিত্র্যপূর্ণ। কারও সঙ্গে কারও মিল নেই। মাশরাফি একরকম, রুবেল আর জায়েদ পুরোপুরি দুই রকম। মোস্তাফিজ আবার আরেক রকম। আমাদের দুই স্পিনার মেহেদী মিরাজ আর সাকিব আল হাসানও দু’রকম স্পিনার। আমাদের কেবল দরকার সামর্থ্যের প্রয়োগ।’

বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়ে উচ্ছ্বসিত দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, ‘আমি বাংলাদেশের ব্যাটিং নিয়ে যথেষ্ট আশাবাদী। দারুণ একটা ব্যাটিং লাইনআপ আমাদের। দীর্ঘ ব্যাটিং লাইন আপ। সবচেয়ে বড় কথা প্রায় প্রতিটি ব্যাটসম্যানই দারুণ ফর্মে আছেন। আয়ারল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিশ্বকাপে আত্মবিশ্বাসটা তুঙ্গেই থাকবে।’

সাকিব আল হাসানকে একটু নিচের দিকে ব্যাটিং করানোর পক্ষে আমিনুল। কেন, সেটির ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘সাকিব আসলে তিন নম্বরে ব্যাটিং করার ব্যাটসম্যান নয়। আমি সাকিবকে আরও একটু নিচের দিকে চাই। ইংল্যান্ডের বিশ্বকাপে আমাদের অনেক বড় বড় রান তাড়া করতে হবে। সে কারণে সাকিবকে একটু নিচের দিকে দরকার পড়বে। তিন-এ নেমে ওর মতো ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে গেলে সেটা দলের জন্য চাপের কারণ হয়ে দাঁড়াবে।’

তাহলে ব্যাটিং করবে কে? আমিনুল বললেন, ‘মুশফিক আমাদের দলের সেরা ব্যাটসম্যান। মুশফিক চার-এ নামুক। আমি ওয়ান ডাউনে এমন একজনকে চাচ্ছি, যে ব্যাটসম্যানের নতুন বল নিয়মিত খেলার অভিজ্ঞতা আছে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!