• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাশরাফির নেতৃত্বে বিশ্বকাপে ভিন্ন বাংলাদেশকে দেখতে পারবেন: কুম্বলে


ক্রীড়া প্রতিবেদক মে ২১, ২০১৯, ০৪:২৯ পিএম
মাশরাফির নেতৃত্বে বিশ্বকাপে ভিন্ন বাংলাদেশকে দেখতে পারবেন: কুম্বলে

ছবি সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ক্রিকেটকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গণে নিজেদের এক সমীহ জাগানিয়া দলে পরিনত করেছে টাইগাররা। সর্বশেষ আয়ারল্যান্ডের মাটিতে উইন্ডিজকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জয় করেছে লাল সবুজ দল। এখন অপেক্ষায় বিশ্বকাপে নিজেদের প্রমাণ করার। তার আগে দারুণ এক প্রশংসা পেলেন ম্যাশ।

সাবেক ভারতীয় কিংবদন্তী স্পিনার অনিল কুম্বলে বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে মাশরাফির ভূয়সী প্রশংসা করেছেন। মাশরাফিকে একজন আদর্শ নেতার খেতাব দিয়ে কুম্বলে বলেছেন, ‘মাশরাফি মুর্তজা একজন খুব ভালো নেতা। সে দলকে একত্রিত করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। সে যখন দলকে নেতৃত্ব দেয়, তখন আপনি ভিন্ন বাংলাদেশ দলকে দেখতে পারবেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কয়েক বছর ধরে তারা ধারাবাহিকভাবে খুবই ভালো করছে। মাশরাফি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আলাদাভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তাদের একটা বড় সমস্যা, নকআউট ম্যাচগুলোতে তারা ভেঙে পড়ে। এটাই তাদের বড় চ্যালেঞ্জ হবে।’

কিছুদিন আগে মাশরাফির বন্দনায় মুখর ছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজাও। টাইগার দলপতিকে একজন ঠান্ডা মেজাজের নেতা হিসেবে অভিহিত করেছিলেন তিনি। জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেছিলেন, মাশরাফি বিন মর্তুজার হাত ধরে এখন পরিপক্ব এক দল বাংলাদেশ। বিশ্বের যেকোন দলকে হেসেখেলে হারাতে পারে টাইগাররা। সাম্প্রতিক পারফরমেন্সের বিচারেও বাংলাদেশকে সেরা বলছেন রাজা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!