• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাশরাফির নেতৃত্বেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৪:৩৬ পিএম
মাশরাফির নেতৃত্বেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ

ঢাকা: সফরত জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন মাশরাফি বিন মুর্তজা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এই ঘোষণা দিয়েছেন।

এদিন বেলা দুইটায় মিরপুর স্টেডিয়ামে তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মমিনুল হককে নিয়ে বৈঠক করেন বোর্ড সভাপতি। 

আর রুদ্ধধার এই বৈঠক চলে মোট ৫১ মিনিটের মতো। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, 'মাশরাফি এখনও অধিনায়ক আছেন এবং থাকবেন'

এর ফলে  ‘গুঞ্জন ’ মাশরাফির খেলা নিয়ে যে সংশয় ছিল, তা কেটে গেছে। নড়াইল এক্সপ্রেস সিলেটে যে তিন ম্যাচের ওয়ানডে সিজি হবে, তাতে খেলতে রাজি হয়েছেন। 

উল্লেখ্য, ম্যাশের নেতৃত্বে ইংল্যান্ড বিশ্বকাপে সর্বশেষ ম্যাচ খেলেন টাইগাররা। এরপর জাতীয় দলের বাইরে তিনি। অবশেষে কামব্যাক করছেন নড়াইল এক্সপ্রেস।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!