• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফির বাঁধা উপেক্ষা করেছেন মিরাজ, গর্ব হচ্ছে ইমরুলের


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১, ২০১৯, ০৫:৪৯ পিএম
মাশরাফির বাঁধা উপেক্ষা করেছেন মিরাজ, গর্ব হচ্ছে ইমরুলের

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ভোটের মাঠেও বিশাল ব্যবধানে জিতবেন, নির্বাচনের আগে অনেকেই এমন পূর্বানুমান করেছিলেন। সেটি যে কল্পনা ছিল না নির্বাচনের পর তা প্রমাণ হয়েছে। মাশরাফি নড়াইল-২ আসন থেকে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট। ফলে বিশাল এক জয় নিয়ে সংসদে বসতে চলেছেন মাশরাফি বিন মুর্তজা। যিনি এখনও বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। শুধু তাই নয়, ওয়ানডে সংস্করণে দলকে নেতৃত্বও দিচ্ছেন।

জাতীয় দলের বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস তো মাশরাফির বিশাল জয়ে ভীষণ খুশি। তিনি বলছেন, ‘মাশরাফি ভাইয়ের প্রতি আমাদের সবসময়ই ভালোবাসা আছে। মানুষও যে তাঁকে ভীষণ ভালোবাসে সেটির প্রমাণ তো এই নির্বাচনে হলো। বাংলাদেশ দলের একজন খেলোয়াড় এমপি হয়েছে, সতীর্থ হিসেবে আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। আশা করি ভবিষ্যতে আমাদের পথ চলা সহজ করে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন। তাঁর নেতৃত্ব থেকে অনেক কিছু শেখার আছে।’

মাশরাফি তাঁর প্রচারণায় সতীর্থদের যেতে  নিষেধ করেছিলেন। কিন্তু সেই নিষেধ উপেক্ষা করেই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তাঁর যুক্তি, অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি নড়াইলে ছুটে গেছেন,‘ মাশরাফি ভাই জেতায় অনেক ভালো লাগছে। আশা করি উনি দেশের জন্য কাজ করবেন। এটা শুধু মাশরাফি ভাইয়ের জন্য নয়, নড়াইলবাসীর জন্য অনেক বড় প্রাপ্তি। বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে তিনি অনেক দূর নিয়ে গেছেন। এবার আশা করি নড়াইলকেও এগিয়ে নেবেন। তিনি নড়াইল নিয়ে অনেক ভাবেন, আমাদের সঙ্গে প্রায়ই নিজের এলাকার সমস্যা-সম্ভাবনার কথা শেয়ার করেন। এবার তাঁর সুযোগ এসেছে নড়াইলের জন্য কাজ করার। আশা করি নড়াইল বদলে যাবে তাঁর হাত ধরে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!