• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাশরাফির হেলথ কেয়ার সেন্টারে কলপোস্ককি মেশিনের উদ্বোধন


নড়াইল প্রতিনিধি জানুয়ারি ১৯, ২০২০, ১১:৩৭ এএম
মাশরাফির হেলথ কেয়ার সেন্টারে কলপোস্ককি মেশিনের উদ্বোধন

নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মতুর্জা প্রতিষ্ঠিত ‘নড়াইল এক্সপ্রেস হেলথ কেয়ার সেন্টার’-এ অত্যাধুনিক ‘কলপোস্ককি’ মেশিনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের মহিষখোলা এলাকায় হেলথ কেয়ার সেন্টারে এই ‘কলপোস্ককি’ মেশিনের উদ্বোধন করেন মাশরাফির মা হামিদা মোর্ত্তজা বলাকা।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল এক্সপ্রেস হেলথ কেয়ার সেন্টারের চিকিৎসক আর্মি মেডিকেল কলেজ যশোরের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাক্তার নাসরিন আরা জামান, নড়াইল সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ও হেলথ কেয়ার সেন্টারের চিকিৎসক ডাক্তার আলিমুজ্জামান সেতু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, কাজী হাফিজুর রহমান, কামরুল আলম, মেশকাতুল ওয়াজিন লিটু প্রমুখ।

তরিকুল ইসলাম অনিক জানান, ‘কলপোস্ককি’ মেশিনের সাহায্যে এলাকার নারীরা জরায়ুসহ সংশ্লিষ্ট রোগ নির্ণয়ে ক্ষেত্রে কম মূল্যে সেবা পাবেন। সর্বাধুনিক কম্পিউটারাইজড পদ্ধতির ‘কলপোস্ককি’ মেশিনের সাহায্যে ৫০০ টাকায় এখানে পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। আর এ উদ্যোগের সাহস যুগিয়েছেন ‘মাদার অব কলপোস্ককি’ খ্যাত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাক্তার নাসরিন আরা জামান।

জানা যায়, মাশরাফি বিন মতুর্জা এমপি প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে ‘নড়াইল এক্সপ্রেস হেলথ কেয়ার সেন্টার’ ২০১৯ সাল থেকে শহরের মহিষখোলায় ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র ৫০ টাকা ফি নির্ধারণের মধ্য দিয়ে সপ্তাহে চারদিন নিয়মিত রোগী দেখেন।

সোনালীনিউজ/এফকে/এসআই

Wordbridge School
Link copied!