• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাসে কত লাখ টাকা বেতন পাবেন ডমিঙ্গো


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০১৯, ০৪:৩৫ পিএম
মাসে কত লাখ টাকা বেতন পাবেন ডমিঙ্গো

ঢাকা: দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো সাকিব আল হাসানদের নতুন হেড কোচ হয়েছেন। শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। কোচ হওয়ার দৌড়ে ছিলেন নিউজিল্যান্ডের মাইক হেসনও। শেষ অবধি তাঁকে পেছনে ফেলে বাংলাদেশের কোচিংয়ের চেয়ারে বসেছেন ডমিঙ্গো। 

আপনি জানেন কী বাংলাদেশের হেড কোচ বিসিবি থেকে মাসে কত লাখ টাকা বেতন পাবেন? জানা গেছে, ট্যাক্স বা আয়কর বাদে ডমিঙ্গো মাসে পাবেন ১৫ হাজার ডলারের কাছাকাছি, টাকায় যেটি ১২ লাখ ৬৮ হাজার। আয়করসহ প্রোটিয়া কোচের বেতন দাঁড়াবে ১৮ হাজার ডলারের মতো।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে কোচদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কান কোচ মাসে পেতেন ২৫ হাজার ৮০০ ডলার, টাকায় যেটি ২১ লাখ ৭৩ হাজার। বছরে ২ কোটি ৬০ লাখ টাকা, আগেই বলা হয়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। সর্বশেষ কোচ স্টিভ রোডসকে বিসিবি দিত ২২ হাজার ডলার বা সাড়ে ১৮ লাখ টাকা। সে তুলনায় ডমিঙ্গোকে কম বেতনেই পেয়েছে বিসিবি।

মাইক হেসনকে পেতে আরও বেশি খরচ করতে চেয়েছিল বিসিবি। কিন্তু ভারতের কোচ হতে চাওয়া হেসন পারিশ্রমিকটা একটু বেশিই চেয়ে ফেলেছিলেন। তিনি চেয়েছিলেন মাসে ৩০ হাজার ডলার (২৫ লাখ টাকা)। তাছাড়া হেসন আগামী ৩-৪ মাসের আগে কাজে যোগ দিতে পারবেন কি না, এটি নিয়েও ছিল সংশয়। আর এ কারণেই বিসিবিও তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি। 

বাংলাদেশে আসা বিদেশি কোচিং স্টাফদের থাকার ব্যবস্থা দুই রকম। কেউ গুলশান-বনানীতে ফ্ল্যাট নিয়ে থাকেন, কেউ আবার হোটেলে থাকেন। তাঁরা যেখানেই থাকুন, ভাড়াটা বিসিবিই দিয়ে থাকে। ডমিঙ্গোর ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। সাবেক এ দক্ষিণ আফ্রিকান কোচ বিশ্বমানের ইনস্যুরেন্স পাবেন, যেটি বিশ্বের বেশির ভাগ আন্তর্জাতিক খেলোয়াড় কিংবা কোচ পেয়ে থাকেন। চালকসহ ২৪ ঘণ্টা গাড়ি থাকবে তাঁর জন্য। শুধু নিজেই নন, কোচের পরিবারের জন্য থাকবে ভ্রমণভাতা। সঙ্গে যোগ হবে বোনাস। সাধারণত বোনাস তো আছেই, থাকবে সফর, ম্যাচ, পারফরম্যান্স বোনাসও। 

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!