• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাস্কাটে আটকে পড়া ২৫৪ বাংলাদেশি দেশে ফিরেছেন


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০২০, ০১:২৯ পিএম
মাস্কাটে আটকে পড়া ২৫৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনায় আটকে পড়া ২৫৪ বাংলাদেশি ওমানের রাজধানী মাস্কাট থেকে দেশে ফিরেছেন। 

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফিরেন। 

জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। ওমান ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদের দেশে ফিরিয়ে আনে। দেশে ফেরাদের মধ্যে ওমানের প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।       

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করে বলেন, আসা যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি। 

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!