• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাহমুদউল্লাহকে নিয়ে বড় সংগ্রহের পথে মুশফিক


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১২, ২০১৮, ০২:৫৬ পিএম
মাহমুদউল্লাহকে নিয়ে বড় সংগ্রহের পথে মুশফিক

ঢাকা : মিরপুর টেস্টে দ্বিতীয় দিনেও চালকের আসনেই রয়েছে বাংলাদেশ। প্রথম দিনশেষে ৫ উইকেটে বাংলাদেশ ৩০৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল । উইকেটে ছিলেন মুশফিকুর রহিম ও অধিনায়ক মাহমুদউল্লাহ। দ্বিতীয় দিনে সোমবার জমাট শুরু করেছেন দুই ব্যাটসম্যান। দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৩৬৫। মুশফিক ১৩৫ এবং মাহমুদউল্লাহ ৩৫ রান নিয়ে ব্যাট করছেন।

দ্বিতীয় দিনের প্রথম ১০ ওভারে পেসারদের দিয়ে আক্রমণ করেছে জিম্বাবুয়ে। কিন্তু জমাট রক্ষণে তা ভালোই প্রতিহত করেছেন মুশফিক-মাহমুদউল্লাহ। বাংলাদেশের এই জমাট ব্যাটিংয়ের পাশাপাশি ১০০তম ওভারে এসে আরেকটি বড় আঘাত পেয়েছে জিম্বাবুয়ে। পায়ের মাংসপেশিতে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন পেসার তেন্দাই চাতারা। যা খবর, তাঁর মাঠে না নামার সম্ভাবনাই বেশি।

মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটিং দেখে বোঝা যাচ্ছে, বেশ বড় সংগ্রহ গড়তে চায় বাংলাদেশ। মুশফিক এ লক্ষ্যেই ব্যাটিং করছেন দেখেশুনে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!