• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মায়ের কবরে সমাহিত অভিনেতা মঞ্জুর হোসেন


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০১৮, ০৫:৩৫ পিএম
মায়ের কবরে সমাহিত অভিনেতা মঞ্জুর হোসেন

ঢাকা: মায়ের কবরে সমাহিত হলেন বর্ষীয়ান অভিনেতা মঞ্জুর হোসেন। রাজধানীর জুরাইন কবরস্থানে শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে মায়ের কবরে দাফন করা হয়েছে প্রবীণ চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতাকে।

মঞ্জুর হোসেন গতকাল শুক্রবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বনানীতে ছেলের বাসায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।  শনিবার দীর্ঘদিনের কর্মস্থান বিএফডিসিতে বাদজোহর তার জানাজা অনুষ্ঠিত হয়।

প্রয়াত মঞ্জুর হোসেনের জানাজায় চিত্রনায়ক আলমগীর, মিশা সওদাগর, জায়েদ খান, জয় চৌধুরী, প্রযোজক খোরশেদ আলম খসরু, লিপু, নির্মাতা শাহ আলম কিরণ, ছটকু আহমেদ, স্বপন চৌধুরী, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকনসহ কার্যনিবাহী পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু, শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমসহ চলচ্চিত্রের অনেকেই উপস্থিত ছিলেন।

মঞ্জুর হোসেন ‘দুটি মন দুটি আশা’, ‘সমাপ্তি’ ছবি দুটি প্রযোজনা ও পরিচালনা করেন। এছাড়া অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘রাজধানীর বুকে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে প্রথম অভিনয় শুরু করেন তিনি। একে একে ‘হারানো দিন’, ‘ধারাপাত’, ‘সাত রং’, ‘তালাশ’, ‘শীত বিকেল’, ‘বন্ধন’, ‘মিলন’, ‘কাজল’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘কাঞ্চনমালা’, ‘ছোট সাহেব’, ‘রূপবান’, ‘নোলক’সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!