• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মায়ের পাশেই সমাহিত হবেন এন্ড্রু কিশোর


নিজস্ব প্রতিবেদক জুলাই ৭, ২০২০, ১১:১৩ এএম
মায়ের পাশেই সমাহিত হবেন এন্ড্রু কিশোর

ঢাকা : প্লে-ব্যাক সম্রাট, উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর না ফেরার দেশে চলে গেলেন। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুতে দেশের সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এন্ড্রু কিশোরের পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুর আগে এন্ড্রু কিশোর বলে গিয়েছেন তাকে যেনো মায়ের পাশে সমাহিত করা হয়। সেই ইচ্ছানুযায়ী মায়ের পাশেই তাকে সমাহিত করা হবে। তবে কখন সেটা এখনো ঠিক করা হয়নি।

এন্ড্রু কিশোর সংসার জীবনে স্ত্রী লিপিকা এন্ড্রু এবং সংজ্ঞা (২৬) নামে এক মেয়ে ও সপ্তক (২৪) নামে এক পুত্র সন্তান রেখে গেছেন। তার দুজনই বর্তমানে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছেন। সংজ্ঞার পড়াশোনা প্রায় শেষের দিকে। সন্তানরা দেশে ফেরার চেষ্টা করছেন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!