• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মায়ের ভালোবাসা...


নিউজ ডেস্ক জানুয়ারি ৯, ২০১৯, ০১:৩০ পিএম
মায়ের ভালোবাসা...

ঢাকা : পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দ হচ্ছে মা। আর সবচেয়ে মধুর সম্পর্কটি মা ও সন্তানের মধ্যকার সম্পর্ক। সন্তান যখন ঠিকমতো খেতে পারে না, কথা বলতে পারে না; তখন তার অব্যক্ত কথাগুলো বোঝেন একমাত্র মা।

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক হুমায়ূন আহমেদের ভাষায়- মায়ের ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে সব দুঃখ, কষ্ট জমা রেখে বিনিময়ে কেবল সুদমুক্ত অকৃত্রিম ভালোবাসা পাওয়া যায়। মাকে ভালোবাসায় সন্তানরাও কম যায় না।

বায়েজিদ বোস্তামির মাতৃভক্তি কিংবদন্তি হয়ে আছে হাজার বছর ধরেই। ছবিতে মা ও সন্তানের মধ্যকার ভালোবাসার কিছু টুকরো গল্প। প্রথম ছবিতে এক মা ভিক্ষার টাকা জমাচ্ছেন পক্ষাঘাতগ্রস্ত সন্তানের চিকিৎসার জন্য। ছবিটি আসিফ জাকারিয়ার ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

দ্বিতীয় ছবিতে মা রহিমা ওয়াদুদের সঙ্গে দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রীর দায়িত্ব পেয়েই শিক্ষিকা মাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ছবিটি।

তৃতীয় ছবিতে মা পাখি পরম মমতায় খাইয়ে দিচ্ছে শিকার না শেখা ছানাকে। বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম বেশতো থেকে সংগৃহীত।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!