• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মায়ের মৃতদেহ ঘরে রেখে দাখিল পরীক্ষা দিল মেয়ে


টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৩:৩০ পিএম
মায়ের মৃতদেহ ঘরে রেখে দাখিল পরীক্ষা দিল মেয়ে

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে দাখিল পরীক্ষার্থী এক মেয়ে মায়ের মৃতদেহ বাড়িতে রেখে কেঁদে কেঁদে পরীক্ষায় অংশ নিলেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় টেকনাফ উপজেলার একমাত্র দাখিল পরীক্ষা কেন্দ্র রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ভোরে দাখিল পরীক্ষার্থী মরিয়ম আক্তার খানুর মা বাড়িতে মারা যান।

দাখিল পরীক্ষার্থী মরিয়ম হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র এবং পূর্ব সিকদার পাড়ার মৃত হাজী নুরুল ইসলাম ওরফে নুরুর মেয়ে এবং বাংলাদেশ ছাত্রলীগ শাহ মজিদিয়া মাদ্রাসা শাখার সভাপতি নুর মোহাম্মদ ওরফে শাহাবুদ্দিনের ছোট বোন।

একদিকে মায়ের মৃতদেহ অপরদিকে নিজের জীবনের ভিত্তি গড়ার জন্য পরীক্ষায় অংশ-গ্রহণ। এই দুই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সেই পরীক্ষায় অংশ-গ্রহণের সিদ্বান্ত নেয়। কান্নাকাটি করে পরীক্ষা দেওয়ার জন্য বের হয়ে যায়। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত থেমে থেমে কান্নায় বাংলা ২য়পত্র পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা কেন্দ্র কর্মকর্তা এবং হল সচিব বিষয়টি অবগত হয়ে মর্মাহত হয়ে পড়েন।

বাদ আছর হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা মাঠে উক্ত মেয়ের মরহুম মায়ের জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!