• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিডিয়া ছেড়ে ইসলামের পথ বেছে নিলেন সুজানা জাফর


বিনোদন ডেস্ক জুন ১৩, ২০২০, ০৯:২২ পিএম
মিডিয়া ছেড়ে ইসলামের পথ বেছে নিলেন সুজানা জাফর

ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যারিয়ারের জনপ্রিয়তার সময়ে এসে মিডিয়াকে ‘গুডবাই’ বললেন এই মডেল অভিনেত্রী। তিনি ঝলমলে দুনিয়ায় ১৬ বছর ধরে অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে সুনামের সঙ্গে কাজ করছেন সুজানা জাফর। দুবাই থেকে গণমাধ্যমে সবার উদ্দেশ্যে সুজানা জানালেন, তিনি মিডিয়াতে আর কাজ করবেন না।

এ বিষয়ে সুজানা বলেন, গত ৩ বছর আগে বুটিক্স ব্যবসায় নামি, তখনই ঠিক ধীরে ধীরে নিজেকে মিডিয়া থেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেই। সেজন্য বছরে দু একটি কাজ করেছি। এর বাইরে ব্যবসায় মনোযোগ দিয়েছি। পাশাপাশি কিছু আশ্রম ও অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ্‌ হজ পালনের পর মিডিয়া থেকে মন আরও সরে যায়। গত তিনবছরে দুএকটি কাজ করতে গিয়ে দেখেছি, মিডিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। সত্যি কথা বলতে প্রথমদিকে কাজের যেমন পরিবেশ ছিল এখন তেমনটা পাইনি। অন্যের কথা বলে তো আমার লাভ নেই, আমার কাছে এখন মিডিয়া জায়গাটা কমফোর্টেবল না। উপলব্ধি হলো, মিডিয়া আর আমার জন্য না। যেখানে ট্যালেন্টের মূল্য কম সেখান থেকে আমি সরে আসতে চেয়েছি। বুটিক্স ব্যবসায় মানুষের কাছ থেকে অনেক রেসপেক্ট পেয়েছি।

ছোটবেলা থেকেই নামাজ আদায় করতেন জানিয়ে এই মডেল বলেন, ছোটবেলা থেকেই নামাজ আদায় করতাম, কোরআন পড়তাম। এটা হয়তো অনেকের অজানা ছিল। করোনায় গত তিনমাসে হোম কোয়ারেন্টাইনে থেকে আমি কোরআন, হাদিস থেকে অনেক বেশি জ্ঞান নিয়েছি। সেসব জ্ঞান থেকে আমার মনে হয়েছে মিডিয়াতে আমার কাজ করা ঠিক না এবং মন থেকে কাজের উদ্দীপনা আসছে না। গত ৩ মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি বেশি শান্তি পেয়েছি, যা আগে কখনই পাইনি। মিডিয়া ছাড়ার জন্য কেউ আমাকে বাধ্য করেনি। আমার মন থেকে মিডিয়ায় কাজের ইচ্ছে নষ্ট হয়ে গেছে। তাই আমি মিডিয়াতে আর কাজ করবো না।

নতুন জীবনসঙ্গী হিসেবে ইসলামিক মাইন্ডের একজন মানুষকে চান জানিয়ে তিনি বলেন, জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে। তার যখন হুকুম হবে আমার বিয়ে হবে। অবশ্যই বিষয়টি আমার পরিবার দেখবে। কিন্তু আমি মন থেকে চাই আমার যিনি জীবনসঙ্গী হবেন তিনি ইসলামিক মাইন্ডের একজন সৎ মানুষ হবেন।

এমন সিদ্ধান্তে ভক্তরা আপনাকে ও আপনার কাজকে মিস করতে পারে? জবাবে সুজানা জানান, বছর দুয়েক আগে ‘হঠাৎ’ নামে একটি মিউজিক ভিডিও এবং কমাস আগে ‘থেকো মেঘ হয়ে’ নামে একটি নাটকে কাজ করেছিলাম। অনেকদিন আমি কাজ থেকে দূরে। যারা আমাকে সত্যিকার ভালোবাসে তারা আমার ফেসবুক হ্যাকড হওয়ার পরেও নতুন আইডি খুঁজে নিয়েছে। ফ্যানপেজ, ইনস্টাগ্রামে ফলো করে। কাজ থেকে দূরে থেকে আমি এখন যেভাবে চলি ফ্যানরা আমাকে মেসেজ দিয়ে জানায়, এভাবেই আমাকে বেশি ভালো লাগে, তারা ভীষণ শ্রদ্ধা জানায়। আমার বিশ্বাস আগামীতেও তারা অন্য সুজানা হিসেবে সম্মান করে যাবে। গত ৬ বছর যাবৎ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি। আগামিতে অসহায় মানুষদের নিয়ে আমি কাজ করে যাবো। আমি যেভাবে সমাজসেবা নিয়ে কাজ করে যাচ্ছি মিডিয়ার বা সামর্থ্যবান মানুষগুলোও যেন এগিয়ে আসে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!