• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিথিলা-সৃজিতকে উপহার পাঠালেন মমতা


বিনোদন ডেস্ক অক্টোবর ২০, ২০২০, ০১:৫৮ পিএম
মিথিলা-সৃজিতকে উপহার পাঠালেন মমতা

মমতা ব্যানার্জি ও মিথিলা-সৃজিত

ঢাকা: শারদীয় দুর্গোৎসবে বুঁদ প্রসাদের নগরী কলকাতা। সেই নগরীর বধূ রাফিয়াথ রশিদ মিথিলা। তাই তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শাড়ি পাঠিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন তাকে। সঙ্গে রয়েছে তার স্বামী চিত্রপরিচালক সৃজিত মুখার্জির জন্যও উপহার। সেই উপহারে আনন্দে ডগমগ মিথিলা টুইটারে পোস্ট দিয়ে ধন্যবাদও জানিয়েছেন।

গত ডিসেম্বরে বিয়ের পর মিথিলা-সৃজিতের এটিই প্রথম পূজা। এবং প্রথম পুজোতেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন উপহারে উচ্ছ্বসিত তিনি। ছবি পোস্ট করে মিথিলা লেখেন, ‘ধন্যবাদ দিদি। পূজায় এমন সুন্দর উপহার পাঠানোর জন্য।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা সৃজিতের জন্য পাঠিয়েছেন লাল রঙের পাঞ্জাবি ও মিথিলার জন্য নীল শাড়ি।

বিয়ের পরপরই কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন সৃজিত-মিথিলা। এরপরেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শুরু। দুজনে পড়েন লকডাউনে। তাই বাংলাদেশে মিথিলা আর কলকাতায় থেকে যান সৃজিত।

পরে ভারত-বাংলাদেশের স্থলবন্দর চালু হলে কলকাতায় শ্বশুরবাড়ি চলে যান মিথিলা। সেই হিসেবে কলকাতায় এই প্রথম মিথিলা দেখবেন দুর্গাপূজা।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!