• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ফেসবুকে ট্রোল

মিন্নিকে ফাঁসির দড়ি থেকে ফিরিয়ে আনতে পারবে কি জবা?


নিউজ ডেস্ক অক্টোবর ৪, ২০২০, ০৯:০১ পিএম
মিন্নিকে ফাঁসির দড়ি থেকে ফিরিয়ে আনতে পারবে কি জবা?

ঢাকা : স্টার জলসার ধারাবাহিকে ‘কে আপন কে পর’-এ সম্প্রতি নানা ধরনের ঘটনার ঘনঘটা দেখেছেন দর্শক। কয়েকদিন আগেই দর্শকেরা দেখেছেন জবা-পরমের বাড়িতে দুষ্কৃতিকারীরা হানা দিয়েছে। পুরো পরিবারটিকেই হোস্টেজ হিসেবে রেখেছে তারা। কারণ বিচারপতি জবা সেনগুপ্তের বিচারাধীন একটি কেস। 

ওই কেসের রায়ের উপরেই নির্ভর করছে জবার পরিবার দুষ্কৃতিদের হাত থেকে মুক্তি পাবে কি না। এমনিতেই বেশ টানটান উত্তেজনা রয়েছে ধারাবাহিকের গল্পে। জবার বিচারাধীন ওই কেসটিতে রয়েছে টুইস্ট। যেমনটা টুইস্ট করেছে বাংলাদেশের আলোচিত বরগুনার রিফাত হত্যাকাণ্ডে। এই হত্যাকাণ্ডে শুরুতে রিফাতের স্ত্রী মিন্নি নির্দোষ দাবি করলেও পরে ফেঁসে গিয়েছেন তিনি। আস্তে আস্তে বের হতে থাকে গর্তের ইদুর। 

প্রথমে মিন্নিকে খালাস দেয়া হলেও অবশেষে তাকেসহ আরো ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে মিন্নি কিন্তু বেশ আলোচিত ঘটনার মধ্যে একটি হয়ে গিয়েছে। কেননা ভালোবাসায় এভাবে ছলচাতুরী মোটেও স্বাভাবিকভাবে নেয়নি নেটজনতা। আর তাই তাকে নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে বিভিন্ন ধরনের মতামত। 

এবার মিন্নির এই মৃত্যুদণ্ডেকে ‘কে আপন কে পর’ এর জবা চরিত্রের সঙ্গে মিল রেখে শুরু হয়েছে বিভিন্ন কথা। সোশ্যাল মিডিয়ায় ট্রোল করেই বলা হচ্ছে জবা কি পারবে মিন্নিকে বাচাঁতে? কেননা জবা চরিত্রটি ছিলো একজন আইনজীবির আর মিন্নি এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী। তাই তাকে নিয়ে এখন শুরু হয়েছে এমন ট্রোল। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!