• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মিন্নির জামিন শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল


আদালত প্রতিবেদক আগস্ট ৫, ২০১৯, ০৪:০০ পিএম
মিন্নির জামিন শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল

ঢাকা: বহুল আলোচিত বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার আসামি মিন্নির জামিন আবেদনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি হবে আগামীকাল মঙ্গলবার। এই জামিন শুনানিতে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার (৫ আগস্ট) হাইকোর্টে মিন্নির পক্ষে জামিন চেয়ে আবেদন করেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর।

মিন্নির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, আইনুন নাহার সিদ্দিকা, মাক্কিয়া ফাতেমা ইসলাম ও জামিউল হক ফয়সাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

বিষয়টি নিয়ে মিন্নির পক্ষে আইনজীবী জেড আই খান পান্না আদালতকে বলেন, ‘এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। এ মামলায় আমি চাক্ষুষ সাক্ষী অথচ মামলার ১২ নম্বর আসামির বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাকে আসামি করা হয়েছে। অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ মামলা।’

এদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতের কাছে সময় আবেদন করে বলেন, এই মামলায় অ্যাটর্নি জেনারেল বক্তব্য রাখবেন। এ জন্য সময় প্রয়োজন। পরে এই জামিনের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেন আদালত।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!