• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিন্নির সাথে কারাগারে দেখা করে যা জানালেন বাবা


জেলা প্রতিনিধি জুলাই ২১, ২০১৯, ০৩:০৫ পিএম
মিন্নির সাথে কারাগারে দেখা করে যা জানালেন বাবা

বরগুনা: বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আটক আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেছেন, ‘আমার মেয়েকে না ফাঁসিয়ে আপনারা সঠিক তদন্ত করেন, তাহলে রিফাত হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।’ একইসঙ্গে তিনি হুমকিও দিয়েছেন, ‘আমার মেয়ের কিছু হলে আত্মহত্যা করব।’

শনিবার (২০ জুলাই) বরগুনা জেলা কারাগারে মিন্নির সঙ্গে দেখা করেন তার বাবা-মা, ভাই-বোন ও চাচা-চাচি।

পরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মোজাম্মেল হোসেন কিশোর।

মিন্নিকে ফাঁসানো হচ্ছে বলে আবারও দাবি করেছেন মিন্নির বাবা প্রশাসনকে উদ্দেশ করে বলেছেন, ‘মিন্নি আমাদের জানিয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতনের ভয় দেখিয়ে ও জোরজবরদস্তি করে তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে। প্রশাসনের সঙ্গে ষড়যন্ত্র করে খুনিদের আড়াল করতে আমার মেয়েকে ফাঁসাচ্ছে শম্ভু (বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু) ও শম্ভুপুত্র সুনাম (জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ)।’
 
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে আমার মেয়ে কোনোভাবেই জড়িত নয়। ঢাকা থেকে আইনজীবীরা আসবে শুনে নির্যাতন করে তড়িঘড়ি আমার মেয়েকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে আমার মেয়েকে গ্রেপ্তার করে মামলায় জড়ানো হয়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রেকর্ড করানো হলো। এর মাধ্যমে প্রকৃত সত্যকে আড়াল করার চেষ্টা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশবাসী দেখেছে, আমার মেয়ে তার স্বামীকে বাঁচাতে সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ করেছে। রিফাত হত্যা নিয়ে শুরু হয়েছে নোংরা রাজনীতি। দুই মাস আগেও তার (মিন্নি) মানসিক চিকিৎসার জন্য ডাক্তার দেখিয়েছি। জেলখানায় তাকে দেখে আমার কান্না পেয়েছে; আমার মেয়েটা ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমার মেয়ে এখন খুব অসুস্থ, তার চিকিৎসার প্রয়োজন।’

কিশোর বলেন, ‘আমার মেয়েকে সাক্ষী থেকে আসামি বানানো হয়েছে। পুলিশ ও প্রভাবশালী মহল যৌথভাবে আমার নিরীহ মেয়েকে ফাঁসিয়ে ফায়দা লুটতে চাইছে।’

এদিকে, মিন্নির মা মিলি আক্তার দাবি করেন, ‘আমার মেয়েকে ওরা মারতে মারতে অসুস্থ বানিয়েছে। আমার মেয়ের দিকে তাকানো যাচ্ছে না। আল্লাহ, আমি আর সইতে পারছি না। আমার মেয়েকে ফাঁসিয়ে কাদের রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছে পুলিশ, সেটা এখন দেশবাসী জানে। আমার মেয়ের এই হত্যার সঙ্গে কোনও সংশ্লিষ্টতা নেই।’

বিষয়টি নিয়ে বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘মিন্নির বাবা যে অভিযোগ করছে, সম্পূর্ণ মিথ্যা ও অমূলক। এর কোনো ভিত্তি নেই। মিন্নি সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই জবানবন্দি দিয়েছে।’

গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজীর কাছে রিফাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত মিন্নিসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত ২ জুলাই মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এখন পর্যন্ত ১৩ আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।  এ মামলার এজাহারে উল্লেখ থাকা সাত আসামিসহ সন্দেহভাজন আরও সাতজনকে পুলিশ এর আগে গ্রেপ্তার করে। 

উল্লেখ্য, ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তখন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি হামলাকারীদের থামানোর চেষ্টা করেও সফল হননি। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!