• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিরপুর ও কালশিতে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না বুধবার


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০১৯, ০৯:৩২ এএম
মিরপুর ও কালশিতে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না বুধবার

ঢাকা : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জরুরি মেরামত কাজের জন্য মিরপুর ও কালসিসহ আশেপাশের এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত উল্লেখিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসিবি থেকে মিরপুর পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালসি ফ্লাইওভারের নির্মাণকাজ করা হবে। এজন্য ওই এলাকায় অবস্থিত তিতাসের পাইপলাইন স্থানান্তরের জন্য মিরপুর ১০, ১১, ১২, ১৩, ১৫ এবং কালশি রোডের দুই পাশসহ আশেপাশের এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হবে। ১৭ জুলাই সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ১১ ঘণ্টা এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশেপাশের এলাকাও গ্যাসের চাপ কম থাকবে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!