• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিরাজকে দিয়ে ওপেন করিয়ে বাংলাদেশের চমক


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৮, ২০১৮, ০৬:০৬ পিএম
মিরাজকে দিয়ে ওপেন করিয়ে বাংলাদেশের চমক

ঢাকা: তিনি সাধারণত আট-নয় নম্বরে ব্যাট করতে নামেন। অফ স্পিন বোলিং করার পাশাপাশি মেহেদি হাসান মিরাজের ব্যাটিংয়ের হাতও ভালো। তবে সেটা ওপেনিং করার মতো নয়। বাংলাদেশ ফাইনালে লিটন দাসের সঙ্গে মিরাজকে ওপেনিংয়ে পাঠিয়ে সবাইকে চমকেই দিয়েছেন। জসপ্রীত বুমরাহ-ভুবনেশ্বর কুমারদের ভালোভাবেই সামাল দিচ্ছেন দু’ওপেনার।

অন্তত আগের ওপেনিং জুটিগুলোর চেয়ে এখনও অবধি এ জুটি বড়ই হয়েছে। এ প্রতিবেদন লেখার সময় লিটন-মিরাজের ওপেনিং জুটি ৫ ওভারে ৩৩ রান তুলেছে। লিটন ২২ ও মিরাজ ৯ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে এশিয়া কাপের শিরোপা জয়ের লড়াইয়ে টসে হেরে যায় বাংলাদেশ। ভারত অধিনায়ক রোহিত শর্মা মাশরাফি মুর্তজাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন।

স্পিনারের ঘাটতি পুষিয়ে নিতে একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলছে বাংলাদেশ। বাদ পড়েছেন মুমিনুল হক। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন ‘নাগিন’ নাজমুল অপু। বাংলাদেশ দলে এই একটি-ই পরিবর্তন হয়েছে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), নাজমুল অপু, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহ।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!