• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে খনিতে ধস, প্রাণহানি ১৪


আন্তর্জাতিক ডেস্ক মে ৪, ২০১৮, ০৫:০৮ পিএম
মিয়ানমারে খনিতে ধস, প্রাণহানি ১৪

ঢাকা: মিয়ানমারে একটি জেড খনিতে বর্জ্যের স্তুপ ধসে অন্তত ১৪ শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ মে) ভোরে দেশটির কাচিন প্রদেশের ওয়াই কা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ওই ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া মিন নাউং নামে এক শ্রমিক বলেন, অল্পের জন্য বেঁচে গেছি, মাটির স্তুপ ধসে পড়ে অনেক শ্রমিক মারা গেছে।

মিয়ানমার মূল্যবান রত্নপাথর উৎপাদনকারী দেশগুলোর একটি। দেশটির কাচির প্রদেশ এই জেড পাথর খনির জন্য বিখ্যাত। জেড সবুজ রংয়ের প্রায়-স্বচ্ছ একটি পাথর।

মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভাল জেড পাথর পাওয়া যায়। দেশটির মোট জিডিপির প্রায় অর্ধেকই আসে জেড শিল্প থেকে। তবে সেখানে খনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। যার কারণে এখানে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।

মিয়ানমারের জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এই পাথরকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে এই খনিতে বড় ধরণের ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র: রয়টার্স

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!