• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মীরের কাছে মেয়ের ফোন নম্বর চাইলো যুবক, তারপর…


বিনোদন ডেস্ক জানুয়ারি ১৯, ২০২০, ০১:২১ পিএম
মীরের কাছে মেয়ের ফোন নম্বর চাইলো যুবক, তারপর…

ঢাকা : সোশাল মিডিয়ায় ভাইরাল হল অন্যতম জনপ্রিয় টিভি সঞ্চালক মীর আফসার আলীর সম্প্রতিক মন্তব্য। গত ১৩ জানুয়ারি মেয়ে মুসকানের সঙ্গে কফি খাওয়ার একটি ছবি পোস্ট করেন মীর। এরপর সেই ছবির নীচে একাধিক কমেন্ট ভেসে আসতে থাকে। এরই মাঝে হঠাৎই সায়ক গাঙ্গুলি নামের এক যুবক কমেন্ট করেন, “স্যার, আপনার মেয়ের নম্বরটা দেবেন? এট্টু কথা বলবো…”

কোনো বাবার কাছে কোনো অচেনা ছেলে তাঁর মেয়ের নম্বর চাইলে সাধারণত দেখা যায় বাবারা কড়া মেজাজে উত্তর দিয়ে থাকেন। অথবা কখনও কখনও মেজাজ হারিয়েও ফেলেন। কিন্তু হাস্য-কৌতুকে সিদ্ধহস্ত মীর তা করেননি। বরং ‘মজা’ করেই লিখেছেন–

“তার আগে Please provide the following

Birth certificate
PAN Card
Aadhaar Card/Voter ID
Ration Card
Left Thumb Impression on A4 size paper
Right Thumb Impression on A3 size paper
Latest electricity bill with proof of residence at the same premises
Last 3 years bank account statement
Passport (front and back scan)
10. Last 3 years IT returns
ব্যস। এই কটা ডকুমেন্ট পেলেই দিয়ে দেব।”

এ বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে মীর বলেন,” নিছকই মজা করেই লিখেছেন উনি। অনেকে তো আবার লিখছে, ন্যাশনাল ক্রাশ হয়ে গিয়েছে আমার মেয়ে। বিপদজনক হয়ে উঠছে তো! এরপর থেকে ছবি আপলোড করার সময় বিষয়টা মাথায় রাখতে হবে, তবে যত যাই হোক আমি বাবা তো। কিন্তু আমি ‘কুল’। এতে আমার কোনো সুবিধা নেই। আমিও মজা করেই তার একটা রিপ্লাই দিয়েছি। মেজাজ হারিয়ে উত্তর দেওয়ার থেকে ঠান্ডা মস্তিষ্কে কমেন্ট করেছি।”

তিনি আরো বলেন, ‘আমরা সোশাল মিডিয়ায় অনেক কিছুই শেয়ার করে থাকি। যদি কেউ কমেন্ট করলে মেজাজ হারিয়েই ফেলি, তাহলে আর শেয়ার করলাম কেন?’

তবে এক তারকা বাবার থেকে এমন উত্তর পেয়ে নম্বরপ্রার্থী সেই যুবক অর্থাৎ সায়ক গাঙ্গুলি আবার জানিয়েছেন, ‘আচ্ছা দাদা আমি বিয়ে করবো না। খুশি তো????’

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!