• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধার আত্মহত্যা!


সুনামগঞ্জ প্রতিনিধি মার্চ ১৭, ২০১৯, ০৭:৩১ পিএম
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধার আত্মহত্যা!

সুনামগঞ্জ: জেলার বীর মুক্তিযোদ্ধা মো. জলফে আলী আত্মহত্যা করেছেন। রোববার (১৭ মার্চ) বিকেলে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়তলা এলাকার মৃত আমির আলী ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবসের আয়োজনে অংশগ্রহণের জন্য নারায়ণতলা থেকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আসেন তিনি। এসময় তিনি বাথরুমে যাওয়ার কথা বলে ঘণ্টা পার হয়ে গেলেও ফেরত আসেননি।

পরে থানায় খবর দেয়ার পর পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে মাটিতে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে। লাশের পাশ থেকে একটি কীটনাশকের বোতল পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, হারুণ অর রশিদ পরিদর্শন করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, আমরা লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু কেন তিনি এ কাজ করেছেন তা এখনও জানা যায়নি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!