• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাকে ‘ভুয়া’ বললেই আদালতে তলব: হাইকোর্ট


নিজস্ব প্রতিবেদক মে ১৪, ২০১৯, ০৩:১৪ পিএম
মুক্তিযোদ্ধাকে ‘ভুয়া’ বললেই আদালতে তলব: হাইকোর্ট

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জীবনবাজি রেখে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করা মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন রাখতে মুক্তিযোদ্ধাকে ‘ভুয়া’ বলে সম্বোধন করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে, পরবর্তীতের জাতির এসব শ্রেষ্ঠ সন্তানদের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের কেউ তাদের ভুয়া বলে সম্বোধন করে তাহলে তাদের তলব করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ মে) মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সংক্রান্ত মামলার শুনানিকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সংক্রান্ত মামলার শুনানিকালে আদালত বলেছেন, কোনো মুক্তিযোদ্ধাকে ভুয়া বলে সম্বোধন করা যাবে না। যদি সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান ও গণমাধ্যম এটা করে তাহলে তলব করা হবে।’

আদালত আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা সনদ ভুয়া হতে পারে কিন্তু মুক্তিযোদ্ধারা কখনো ভুয়া হতে পারেন না। তাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান করে ভুয়া মুক্তিযোদ্ধা শব্দের ব্যবহার করা যাবে না। একজন ভুয়া সনদধারীর কারণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুয়া বলা যায় না।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!