• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুচলেকা দিয়ে ১ বছরের সময় পেলো বিজিএমইএ


আদালত প্রতিবেদক এপ্রিল ২, ২০১৮, ১০:১২ এএম
মুচলেকা দিয়ে ১ বছরের সময় পেলো বিজিএমইএ

ঢাকা: ‘আর সময় চাওয়া হবে না’- এই মর্মে মুচলেকা দিয়ে রাজধানীর হাতিরঝিলে গড়ে তোলা পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র বহুতল ভবনটি ভাঙতে ১ বছরের জন্য সময় পেয়েছে সংগঠনটি।

আদালতের নির্দেশে বিজিএমইএ সংশোধিত মুচলেকা জমা দেয়ার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দিল।

সর্বোচ্চ আদালত বলেছে, বিজিএমইএ ১৬ তলা ওই ভবন ভেঙে ফেলার আগে ২০১৯ সালের ১২ এপ্রিল পর্যন্ত সময় পাচ্ছে।

এই নির্দেশের সময় প্রধান বিচারপতি বলেন, এবার যেন বাস্তবায়ন হয়, ১২ মাস ১০ দিন সময় পাচ্ছেন এটা মনে রাখবেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!