• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক


বিশেষ প্রতিনিধি জুলাই ২৪, ২০১৮, ০৩:১৮ পিএম
মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা : নির্বাচনী বছরে অর্থের প্রবাহ বাড়ে। আর টাকার লেনদেন বাড়লে বেড়ে যেতে পারে মূল্যস্ফীতি। তাই আগামী মুদ্রানীতিতে ঋণের রাশ টেনে ধরার পরামর্শ বিশ্লেষকদের।

তবে এ জন্য বিনিয়োগ প্রবাহে যাতে ব্যাঘাত না ঘটে, সে দিকে লক্ষ্য রাখতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। এমন চ্যালেঞ্জের মুখে আগামী সপ্তাহে পরবর্তী ৬ মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

দেশের যেকোনো নির্বাচনে অর্থের প্রবাহ বাড়ে। স্থানীয় নির্বাচনে তা সীমিত পরিসরে থাকলেও জাতীয় নির্বাচনে এর বিস্তৃতি বাড়ে।

এদিকে, অস্বাভাবিক হারে বেড়ে গেছে আমদানি ব্যয়। বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহের মধ্যে সমন্বয় না থাকায় ডলারের দাম বাড়তি। এতে বাড়ছে মূল্যস্ফীতির চাপ।

এসব চ্যালেঞ্জকে সামনে রেখে আগামী ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিনিয়োগ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই মুদ্রানীতির বড় চ্যালেঞ্জ মনে করছেন অর্থনীতিবিদরা।

ব্যাংক খাতে তারল্য সংকটের মধ্যেও বেড়েছে বেসরকারিখাতে ঋণের প্রবৃদ্ধি। গেল মুদ্রানীতিতে এ খাতে ঋণ প্রবৃদ্ধি ১৬ দশমিক ৮ শতাংশ ধরা হলেও জুন শেষে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৬ দশমিক ৯৫ শতাংশ। দেশে বিভিন্ন মেগাপ্রকল্পের কাজ চলমান থাকায় ঋণপ্রবাহের লক্ষ্য বাড়ানোর তাগিদ ব্যাংকগুলোর।

সম্প্রতি সুদহার নিয়েও ব্যাংকিং খাতে অস্থিরতা দেখা দিয়েছে। এ বিষয়টির সুরাহায় মুদ্রানীতিতে সুস্পষ্ট দিক নির্দেশনা রাখার পরামর্শ বিশ্লেষকদের।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!