• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে জাল তৈরির কারখানা পুড়ে ছাই


মুন্সীগঞ্জ প্রতিনিধি এপ্রিল ২৩, ২০১৯, ০৩:৪৩ পিএম
মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে জাল তৈরির কারখানা পুড়ে ছাই

ছবি : সোনালীনিউজ

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের গোপাল রায় দিঘীরপাড় এলাকায় মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে অগ্নিকাণ্ডে একটি মনোফিলামেন্ট জাল তৈরির কারখানা ও গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে। বেলা ১২টার দিকে ইউনিক ফিশিং নেট নামে ওই কারখানায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রচেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিউল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পঞ্চসার ইউনিয়নের গোপালরায় দিঘিরপার এলাকায় ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা প্রচেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!