• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুমিনুল-মুশফিককে প্রশংসায় ভাসালেন জার্ভিস


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১১, ২০১৮, ০৮:৪১ পিএম
মুমিনুল-মুশফিককে প্রশংসায় ভাসালেন জার্ভিস

ঢাকা : মিরপুর টেস্টের প্রথম দিনের শুরুতেই ফিরে এসেছিল সিলেট টেস্টের বিভীষিকা। প্রথম ঘন্টাতেই ৩ উইকেট হারিয়ে বসা বাংলাদেশ দলকে উদ্ধার করেছে মুমিনুল হক-মুশফিকুর রহীমের জুটি। প্রথম দিনশেষে বাংলাদেশ যে ৫ উইকেটে ৩০৩ রান স্কোরবোর্ডে জমা করেছে এর পুরো কৃতিত্ব এই দু’জনের।

প্রথম স্পেলে সুইং ও নিয়ন্ত্রিত লাইন লেন্থে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিলেন জার্ভিস। সকালের আদ্রতা কাজে লাগিয়েছেন। এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ব্যাট চালিয়ে গেছেন মুমিনুল-মুশফিকুর।

জার্ভিসের ধারণা, এ দুজন না থাকলে প্রথম সেশনে বাংলাদেশের ইনিংসের অর্ধেকই ড্রেসিংরুমে পাঠিয়ে দিতে পারত সফরকারীরা, ‘আজ সকালে একটু আর্দ্রতা ছিল। এ সকালটা ছিল সিম বোলিং সহায়ক। মুমিনুল ও মুশফিককে কৃতিত্ব দিতে হচ্ছে। তারা খুবই কঠিন সময়ে লড়ে গেছে। তারা খুবই ভালো ব্যাট করেছে, ঠান্ডা মাথায় ব্যাট করেছে। ওদের কৃতিত্ব না দিয়ে পারা যাচ্ছে না। কারণ খুব সহজেই পাঁচ বা ছয় উইকেট পড়ে যেতে পারত।’

এ বছর টেস্টে দুটি সেঞ্চুরি হয়েছিল বাংলাদেশের পক্ষে। দুটিই এসেছিল মুমিনুলের ব্যাট থেকে। রোববার তৃতীয়টিও এসে তাঁর ব্যাট থেকে। পরে অবশ্য মুশফিকও সেঞ্চুরি তুলে নিয়েছেন।

দু’জনের ব্যাটিংয়ের প্রশংসা করলেও নিজেদের অবদানও দেখছেন জার্ভিস, ‘সারা দিনই উইকেটে পেসারদের জন্য কিছু ছিল। ওরা সত্যি খুব ভালো ব্যাট করে। আর প্রায় তিন ঘণ্টাজুড়ে আমরা ভালো বল করিনি। যে উইকেটে এত রান দেওয়া উচিত নয়, তেমন উইকেটে সহজ কিছু রান করার সুযোগ করে দিয়েছি আমরা।’

শুরুর সাফল্য জিম্বাবুয়ের দেখা গেছে দিনের শেষ ভাগে। ৭ রানের মধ্যে তারা ফিরিয়েছে মুমিনুল ও তাইজুলকে। অবশ্য এতে সন্তুষ্ট হওয়ার কিছু দেখছেন না জার্ভিস, ‘শেষের ওই সময়টুকুই যথেষ্ট না। আমরা প্রথম ঘণ্টায় এগিয়ে ছিলাম, তারপর ওরা শেষ ঘণ্টার আগ পর্যন্ত বাকি দিনে এগিয়ে থেকেছে। ঘণ্টা দিয়ে ব্যাখ্যা করলে হয়তো বুঝতে সুবিধা হবে। ওরা দিনের বেশির ভাগ সময়টাই জিতেছে শুধু প্রথম ও সম্ভবত শেষ ঘণ্টা ছাড়া।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!