• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুম্বাইয়ে ৫ তলা ভবন ধস, বহু হতাহতের আশঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক  জুলাই ১৬, ২০১৯, ০১:৪৬ পিএম
মুম্বাইয়ে ৫ তলা ভবন ধস, বহু হতাহতের আশঙ্কা

ধসেপড়া ভবনটি

ঢাকা : মুম্বাইয়ের ডোংরি এলাকায় একটি পাঁচ তলা আবাসিক ভবন ধসের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এই  ঘটনা ঘটে। 

মারাত্মক এ ঘটনায় ধ্বসংস্তুপের মধ্যে নিচে ৪০ জনের মতো বাসিন্দা আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার কোনো সঠিক সংখ্যা জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ শুরু করেছে দমকল বাহিনী। ভেঙে পড়া ইট-সিমেন্টের পিলার কেটে উদ্ধারকাজ শুরু করেছে ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ডোংরি এলাকার তান্ডেল স্ট্রিটে আবদুল রহমান শাহ দরগার কাছেই রয়েছে ওই কেশরবাই ভবন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে আচমকাই বহুতল ভবনটির একাংশ ধসে পড়ে। ধীরে ধীরে গোটা বাড়িটাই ভেঙে রাস্তায় পড়ে।

হতাহতের খবর এখন পর্যন্ত জানা যায়নি। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দলের কর্মীরা জানিয়েছেন, এখন পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে ভেঙে পড়া বাড়ির ভেতরে ৪০-৫০ জনের মতো আটকে পড়েছেন। তবে সেই সংখ্যা বাড়তেও পারে।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) কর্মকর্তারা। সেখানে আরো আছেন দমকলের উচ্চপদস্থ কর্মকর্তারাও। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের দুটি দল উদ্ধারকাজ পরিচালনা করেছে। সূত্র: দ্য ওয়াল/ইন্ডিয়া টু ডে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!